কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল লোপাট, জেরায় গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সুদীপ্ত সেন!
ODD বাংলা ডেস্ক: কাঁথি পুরসভা থেকে উধাও সারদা মামলার বহু নথি ও সারদার একটি বহুতল তৈরির ফাইল। সেই মামলায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিল সারদা-র কর্ণধার সুদীপ্ত সেন। রবিবার প্রসিডেন্সি জেলে গিয়ে তাকে তিন ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস-সহ ৫ জনের একটি টিম। জেরার পর তাদের দাবি, সারদা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য় দিয়েছেন সুদীপ্ত সেন। কাঁথি পুরসভাকে সারদার একটি বহুতল তৈরির জন্য অনেককে বড় অঙ্কের টাকা দিয়েছিলেন সুদীপ্ত সেন। এমনটাই অভিযোগ উঠছে। সেই মামলার তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে কাঁথি পুরসভায় এ সম্পর্কিত কোনও ফাইলই নেই। সেই ঘটনার তদন্ত করছে কাঁথি থানার পুলিস। সারদার কর্ণধারের অভিযোগের তালিকায় ছিলেন শুভেন্দু অধিকারীরর নামও।
Post a Comment