কবরস্থানের জমিতে রাতারাতি মন্দির, প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ, জারি ১৪৪ ধারা


ODD বাংলা ডেস্ক: অশান্তির মেঘ ত্রিপুরায়।সাম্প্রদায়িক অশান্তির আশঙ্কায় আগেই ব্যবস্থা স্থানীয় প্রশাসনের।মঙ্গলবার আগরতলার নন্দননগরের থান্ডা কালীবাড়ি এলাকায় ১৪৪ ধারা জারি করে পুলিশ।অভিযোগ,এলাকার মুসলিমদের একটি কবরস্থানের ‘দখল’ নিতে আসে হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী। তাই নিয়েই অশান্তির সূত্রপাত।তবে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট স্থানীয় প্রশাসন। দু’পক্ষকেই শান্ত থাকার আবেদন প্রশাসনিক কর্তাদের।বিক্ষোভকারীদের অভিযোগ, হিন্দু যুব বাহিনীর কর্মীরা পশ্চিম ত্রিপুরার পালপাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের একটি কবরস্থানে রাতারাতি শিব মন্দির তৈরি করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.