ODD বাংলা ডেস্ক: হিমাচল প্রদেশের রাজধানী শিমলার কুমারসেন এলাকায় শনিবার গভীর রাতে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী হল এলাকার মানুষ৷ গভীর রাতে মেঘ ভাঙা বৃষ্টিতে একেবারে তছনছ হয়ে গেল সব কিছু৷ প্রাপ্ত খবর অনুযায়ি মুষলাধার বৃষ্টির কারণে শিবান এবং শলৌটা পঞ্চায়েত এলাকায় ঘরে ঘরে জল ঢুকে গিয়েছে৷ এলাকার বেশিরভাগ রাস্তাঘাট ব্যাপক বৃষ্টির তোড়ে ভেসে বেরিয়ে গেছে৷ সেখানের কচিংঘটি -শিবান মার্গ বন্ধ করে দেওয়া হয়েছে৷ কৃষকদের মাঠ, আপেলের বাগান একেবারে বৃষ্টিতে ভেসে চলে গেছে৷
Post a Comment