ত্বকের উজ্জলতা বাড়াবে ডাবের জল
ODD বাংলা ডেস্ক: ত্বকের উজ্জলতা বৃদ্ধি করতে প্রাকৃতিক উপাদান হিসেবে ডাবের জল বেশ কার্যকর।বাহ্যিকভাবে ডাবের জলের ব্যবহার তৈলাক্ত ও আঠালোভাব দূর করে ত্বককে নমনীয় রাখতেও ভুমিকা রাখে।
অধিক তাপে ত্বকের আদ্রতা কমে যায়। পাশাপাশি প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের ঘাটতিও দেখা দেয়। দুই চা চামচ হলুদ গুঁড়া, দুই বা তিন টেবিল চামচ ডাবের জল এবং এক টেবিল চামচ মধু মিশিয়ে নিয়ে প্যাক তৈরি করে নেয়া যায়। এই মিশ্রণটি ত্বকে লাগান। ২০ মিনিট রেখে ঠাণ্ডা জল দিয়ে আলতো ঘষে তুলে ফেলুন। এই মাস্কটি ত্বকের উজ্জলতা বৃদ্ধি করতে বেশ কার্যকরী।
ত্বকে বয়স জনিত ছাপ, দাগ, মেছতা দূর করতে ডাবের জলের তুলনা নেই। প্রতিদিন ডাবের জল দিয়ে মুখ ধোয়ার অভ্যাস করতে পারেন। এবং দিনে এক গ্লাস ডাবের জল পান করুন। ভালো ফল পাবেন। ব্রণের সমস্যার স্থায়ী সমাধান হবে।
অনেক সময় চামড়ার ইনফেকশনে ভুগে থাকেন অনেকেই। বিশেষ করে বৃষ্টির দিনে- ডাবের জলের ব্যবহার এই ইনফেকশন দূর করা যায় খুব সহজেই। ত্বকে সরাসরি ডাবের জল লাগান। স্নানের জলে মিশিয়ে নিন ডাবের জল। ইনফেকশন দূর হবে।
Post a Comment