ত্বকের যত্নে ব্যবহার করুন হলুদের টোনার, জেনে নিন কীভাবে বানাবেন এই ঘরোয়া টোনার
ODD বাংলা ডেস্ক: ত্বকের যত্নে হলুদের ব্যবহার বহু দিনের। ত্বক উজ্জ্বল করতে ব্রণ দূর করতে কিংবা যে কোনও জীবাণু সংক্রমণের থেকে মুক্তি পেতে অনেকেই হলুদ ব্যবহার করে থাকেন। হলুদ দিয়ে প্যাক তৈরি করেন অধিকাংশই। এবার ত্বকের যত্ন ব্যবহার করুন হলুদের তৈরি টোনার। জেনে নিন কীভাবে বানাবেন।
ত্বকের যত্নে হলুদের ব্যবহার বহু দিনের। ত্বক উজ্জ্বল করতে ব্রণ দূর করতে কিংবা যে কোনও জীবাণু সংক্রমণের থেকে মুক্তি পেতে অনেকেই হলুদ ব্যবহার করে থাকেন। হলুদ দিয়ে প্যাক তৈরি করেন অধিকাংশই। এবার ত্বকের যত্ন ব্যবহার করুন হলুদের তৈরি টোনার। জেনে নিন কীভাবে বানাবেন।
কাঁচা হলুদের টুকরো নিয়ে তা বেটে নিন। এবার একটি পাত্রে কাঁচা হলুদ বাটা, অ্যালোভেরা জেল, গোলাপ জল ও পাতিলেবুর রস মেশান। এবার তাতে সামান্য দিন। ভালো করে মিশিয়ে নিন। এবার একটি পাত্রে ঈষদুষ্ণ জল নিন। তাতে মেশান এই মিশ্রণ। ভালো করে মিশিয়ে তা একটি বোতলে ঢেলে নিন। এই মিশ্রণ ব্যবহার করুন টোনার হিসেবে।
রান্না ঘরের একাধিক উপকরণ ত্বকের যত্নে ব্যবহার করে থাকেন অনেকে। ট্যান তুললে দুধের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে মাখেন কেউ। তেমনই মুখে জমে থাকা মরা চামড়া দূর করতে চিনি দিয়ে তৈরি করেন স্ক্রাবার। তেমনই ত্বক উজ্জ্বল করতে বেসন, চন্দন ও মধু দিয়ে প্যাক বানান। ত্বকের যত্নে নানান টোটকা রয়েছে। হলুদ, দারুচিনি, রসুনের মতো উপকরণ যেমন ব্যবহৃত হয় তেমনই আলু, টমেটোর মতো সবজি ব্যবহার করা যায়। তেমনই অনেকে ব্যবহার করে থাকেন ফলের রস। এবার ব্যবহার করতে পারেন হলুদের টোনার। চাইলে টোনার দিয়ে বানাতে পারেন প্যাক।
হলুদ ও দুধ দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে ১ চামচ হলুদ বাটা নিন। তাতে মেশান অল্প পরিমাণ দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বক উজ্জ্বল হবে এই প্যাকের গুণে।
ব্রণ দূর করতে লাগাতে পারেন হলুদ। হলুদ বেটে নিন। তা ব্রণর ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে আছে অ্যান্টি সেপটিক উপাদান। যা ত্বককে যে কোনও সংক্রমণ থেকে রক্ষা করে।
হলুদ ও পাতিলেবুর রস দিয়ে প্যাক বানাতে পারেন। একটি পাত্রে ১ চামচ হলুদ বাটা নিন। তাতে মেশান অল্প পরিমাণ পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বক উজ্জ্বল হবে এই প্যাকের গুণে। ত্বকের যত্নে এভাবে ব্যবহার করুন হলুদ। বানাতে পারেন প্যাক কিংবা টোনার। এতে ত্বকে যাবতীয় সমস্যা দূর হবে।
Post a Comment