আচমকাই বাতিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠান!


ODD বাংলা ডেস্ক: গত কয়েকদিন ধরেই চলছিল সোনম কাপুরের সাধের অনুষ্ঠানের প্রস্তুতি। বাবা অনিল কাপুর ও মা সুনীতা কাপুর মিলে সাধের অনুষ্ঠানের আয়োজন করেন। নিমন্ত্রন পত্রও চলে গিয়েছিল অতিথিদের বাড়িতে। রবিবার ১৭ জুলাই হওয়ার কথা ছিল সোনমের সাধের অনুষ্ঠান। তবে শেষমেষ বাতিল করা হল সোনমের সাধের অনুষ্ঠান। আসলে সারা দেশে কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী। লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমন। সেই কারণেই বাতিল করা হয়েছে সোনমের সাধের অনুষ্ঠান।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.