ফের করোনা ভাইরাসে সংক্রমিত সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, ভর্তি হাসপাতালে
ODD বাংলা ডেস্ক: সুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরুপা গঙ্গোপাধ্যায়। উডল্যান্ড হাসপাতালে আজ সকালে ভর্তি করা হয় সৌরভের মাকে। জ্বর থাকায় করোনা পরীক্ষা হয়েছে। করোনা রিপোর্ট পজিটিভ। নিরুপা গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে৷ শ্বাস নিতে অল্প অক্সিজেন লাগছে৷এর আগেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা কোভিড ১৯ পজিটিভ হয়েছিলেন৷ তাঁকে সে সময়েও উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ সে সময়ে তাঁর হালকা জ্বর , নিঃশ্বাসের সমস্যা ছিল৷ সে সময় সুস্থ হয়েই বাড়ি ফিরে এসেছিলেন নিরুপা গঙ্গোপাধ্যায়৷
Post a Comment