চলছে তীব্র তাপপ্রবাহ, স্পেনে মৃত্যু হল ৫০০ মানুষের
প্রধানমন্ত্রী এই তাপদাহের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন এবং সাধারণ মানুষকে ‘চরম সতর্কতা’ অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের জারাগোজা অঞ্চল তাপদাহে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সেখানকার গাছপালা পর্যন্ত পুড়ে গিয়েছে।
প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেন, চলতি তাপদাহে পরিসংখ্যাগতভাবে ৫০০-র বেশি লোক মারা গিয়েছে। তাপমাত্রা খুবই বেশি।একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, স্পেনের কোনও কোনও এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। যার ফলে অনেক এলাকায় আগুন লেগে গিয়েছে।
তবে দাবদাহ কেবল স্পেনে নয়, ইউরোপের অনেক দেশেই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। বিবিসি জানাচ্ছে, গত কয়েক বছরের মধ্যে মঙ্গলবার ইউরোপের সবচেয়ে উষ্ণতম দিন রেকর্ড হয়েছে। এদিন এ অঞ্চলের বিভিন্ন দেশে তাপমাত্রা উঠে গিয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও উপরে। বুধবার (২০ জুলাই) অনেক দেশে একই ধরনের তাপমাত্রা ছিল। দাবানলে পুড়ছে গ্রিস, স্পেইন এবং ইতালি। সেই সঙ্গে তাপদাহ ছড়িয়ে পড়ছে ইউরোপজুড়ে।
Post a Comment