রাষ্ট্রপতি ভোটের জন্য বিশেষ পেন, এই পেনের বিশেষত্ব কী জানেন


ODD বাংলা ডেস্ক: ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। এ বারও নির্বাচন কমিশনের দেওয়া বিশেষ মার্কার পেনের বেগুনি কালি দিয়ে ব্যালটে ভোটারদের জানাতে হবে রাষ্ট্রপতি ভোটে তাঁদের পছন্দের প্রার্থী। ওই পেনের প্রস্তুতকারক সংস্থা হল, কর্নাটক সরকারের 'মাইসোর পেন্টস অ্যান্ড ভার্নিশ লিমিটেড'। এতে রয়েছে 'ইনডেলিবেল' কালি, যা মোছা যাবে না। গত ৫৪ বছর ধরে ওই কালি নির্বাচন কমিশনকে সরবরাহ করছে সংস্থাটি। দেশের মধ্যে কেবল ওই সংস্থা ভোটে ব্যবহৃত বিশেষ ধরনের কালি তৈরি করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.