জরুরি অবস্থা জারি হল শ্রীলঙ্কায়, বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্মুখী লড়াই


ODD বাংলা ডেস্ক: বুধবারের প্রেসিডেন্ট নির্বাচনের আগে শ্রীলঙ্কায় জারি হল জরুরি অবস্থা। সোমবার সে দেশের প্রধানমন্ত্রী তথা কার্যনির্বাহী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে এই ঘোষণা করেছেন। ঘটনাচক্রে, তিনি নিজেও প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী।ইতিমধ্যেই পার্লামেন্টের অধিবেশন ডেকে প্রেসিডেন্ট ভোটের নিয়ম বদল হয়েছে শ্রীলঙ্কায়। আগের মতো আম নাগরিকদের সমর্থনে (পপুলার ভোট) নয়, সে দেশের পার্লামেন্টের সদস্যদের ভোটেই আগামী ২০ জুলাই নির্বাচিত হবেন পরবর্তী প্রেসিডেন্ট। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.