ভারতীয় নৌসেনার মাথায় নয়া পালক, ‘মেঘনাদ’ তৈরি হল গার্ডেনরিচে


ODD বাংলা ডেস্ক: ভারতীয় নৌসেনাকে ‘মেঘনাদ’ বানিয়ে দিল কলকাতা। বানিয়ে ফেলল‘গার্ডেনরিচ শিপ বিল্ডার্স’। এর পোশাকি নাম ‘আইএনএস দুনাগিরি’। ওজন ৬,৬০০ টন। গোত্রে ‘ফ্রিগেট’ (ছোট রণতরী)। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্রের দাবি, আইএনএস দুনাগিরি ভারতীয় নৌবাহিনীর আধুনিকতম ‘স্টেল্‌থ’ রণতরী। শুক্রবারেই কলকাতায় হুগলি নদীর জলে ভাসানো হল তাকে। ‘আইএনএস দুনাগিরি’ নামে একটি যুদ্ধজাহাজ ১৯৭৭ থেকে ২০১০ পর্যন্ত ভারতীয় নৌসেনায় ছিল। ‘ল্যান্ডি ফ্রিগেট’ গোত্রের ওই রণতরীটি ৩৩ বছরের কর্মজীবন শেষে অবসর নেয় সেই ফ্রিগেটটি। এ বার তারই নামে নামকরণ হল গার্ডেনরিচে তৈরি ‘স্টেলথ ফ্রিগেটের’।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.