শিশুর পড়ার অভ্যাস যেভাবে গড়ে তুলবেন



 ODD বাংলা ডেস্ক: শিশুর ভালো কাজের উপহার স্বরূপ বই উপহার দিতে পারেন। এতে বই তার কাছে গুরুত্ব পাবে।  তার সঙ্গে বসে একসঙ্গে কোনও বই পড়ুন। কোনও বই নিয়ে তার সঙ্গে আলোচনা করুন। আরও কিছু নিয়ম জেনে নিন-

তাকে একটা বই পড়তে দিন। পড়া হয়ে গেলে গল্পের ছলে তাকে সেই বই নিয়ে প্রশ্ন করুন। এভাবে ধীরে ধীরে তার মধ্যে বই পড়ার উৎসাহ তৈরিতে সহযোগি হয়ে উঠুন।


দিনের একটা নির্দিষ্ট সময়ে শিশুকে নিয়ে পড়তে বসুন। প্রতিদিন কোনও একটা কাজ নিয়ম করে করলে সেটা অভ্যাসে পরিণত হয়। । এই সময়টা যাতে তার জন্য চাপ না হয়, সেদিকেও খেয়াল রাখুন।


সহজ বই দিতে হবে। মজার ছলে পড়তে হবে, পড়াতে হবে।  কোনও কঠিন বই দিলে সে আগ্রহ হারিয়ে ফেলতে পারে। ঘরে যেন বই পড়ার উপযুক্ত পরিবেশ থাকে, সেদিকে খেয়াল রাখুন। ঘরটাও শিশুদের উপযোগি করে সাজিয়ে রাখুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.