স্লিভলেস ব্লাউজ-বেনারসিতে চমৎকার সাজ শুভশ্রীর! ছবি দেখে ফেরানো যাচ্ছে না চোখ
ODD বাংলা ডেস্ক: আগামী মাসেই বড় পর্দায় মুক্তি পাবে রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিটি। এই ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। অভিনেত্রীর অভিনয়ের দক্ষতার জন্যে তাঁর প্রশংসা তো করাই হয়। কিন্তু শাড়িতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এত সুন্দর করে সেজে সবার সামনে আসেন, তখন তাঁর সৌন্দর্যে মুগ্ধ হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। অসাধারণ দেখতে লাগে তাঁকে।
বিশেষ করে অভিনেত্রী যখন কোনও বেনারসিতে নিজেকে সাজিয়ে নেন, তখন তো তাঁর প্রশংসা না করে থাকা যায় না। এবারও তাই হল। একটি সবুজের শেডের বেনারসি পরে সাজলেন শুভশ্রী, তাঁর কমেন্ট বক্সে উপচে পড়ল প্রশংসা! অপরূপার দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনও উপায় নেই!
বেনারসির সাজে ধরা দিলেন অভিনেত্রী
ধর্মযুদ্ধ ছবিও মুক্তি পাবেন এই অগাস্ট মাসেই। সেই ছবিতে অভিনেত্রীকে দেখার জন্য মুখিয়ে আছেন অনুরাগীরা। তার আগেই শুভশ্রীর ইনস্টাগ্রামের টাইমলাইনে নজর কাড়ছে এসব ছবি। শুভশ্রী একটি সি গ্রিন রঙের শাড়ি পরেছেন। বেনারসি শাড়িতে অপরূপ শুভশ্রীকে দেখে কোনওভাবেই চোখ সরানো যাচ্ছে না। আমরা তো মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। এই সাবেকি সাজে অভিনেত্রীর রূপ প্রশংসা করার মতোই। তাই না?
সম্পূর্ণ শাড়িতেই রয়েছে ফ্লোরাল মোটিফ
আপনি শাড়িটির প্রশংসা যতই করবেন, ততই যেন কম মনে হবে। ঠিক এতটাই নিখুঁত ডিটেলিং ফুটিয়ে তোলা হয়েছে এই শাড়িতে। এই সি গ্রিন রঙের বেনারসির জমিনে রুপোলি জরির কাজ করা হয়েছে। সম্পূর্ণ শাড়ি জুড়েই এই জরির কারুকার্য আছে। ফ্লোরাল মোটিফ ফুটিয়ে তোলা হয়েছে এই এমব্রয়ডারি কারুকার্যে। চমৎকার দেখতে লাগছে। গোলাপ ফুল ও পাতা ফুটিয়ে তোলা হয়েছে শাড়ি জুড়ে।
পাড়ের কাছেও ধরা পড়েছে একই ধরনের নকশা। চওড়া পাড়ে করা হয়েছে ট্র্যাডিশনাল বেনারসি কারুকার্য। এছাড়াও ফ্লোরাল মোটিফও রয়েছে। একদম বর্ডার বরাবর নীল রঙের রেখা টানা হয়েছে। যা শাড়ির সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়েছে।
এই বেনারসির নাম জানেন?
এই ধরনের বেনারসিকে কধুয়া বেনারসি বলা হয়। ডিজাইনারের টাইমলাইনে বেনারসির এই নামের উল্লেখ রয়েছে। গলায় কোনও নেকপিস পরেননি। তবে কানে চাঁদবালি দুল পরেছেন তিনি। এই দুলও সবার নজর টানছে। হাতে বালা পরেছেন তিনি।
খোলা চুলই রেখেছেন। যাতে তাঁকে আরও সুন্দর লাগছে। ন্যুড মেকআপ ও কপালে ছোট্ট টিপ, এতেই আরও চমৎকার লাগছে শুভশ্রীকে। ঠোঁটে ধরে রেখেছেন মিষ্টি হাসি।
নজর কাড়ল স্লিভলেস ব্লাউজের এই দিকটি
এই বেনারসি শাড়ির সঙ্গে তিনি আকাশী রঙের একটি ব্লাউজ পরেছেন। ব্লাউজেও ব্রোকেডের কাজ রয়েছে। আকাশী ব্লাউজের উপর রুপোলি জরির কারুকার্য করা হয়েছে। সেখানেও ফুটিয়ে তোলা হয়েছে ফ্লোরাল মোটিফ।
ডিপ নেক এই ব্লাউজ শাড়ির পাড়ের একদম ধারের বর্ডারের সঙ্গে রঙ মিলিয়েই তিনি পরেছেন। চাঁদবালি দুলে শুভশ্রীর সাজ যেন অপরূপ। তাঁকে দেখে প্রশংসা করা ছাড়া আর কোনও উপায় নেই। তাই না?
রাজ চক্রবর্তী ও ছোট্ট ইউভানের পোশাকও ছিল দেখার মতোই…
শুভশ্রীর পাশাপাশি তাঁর স্বামী তথা পরিচালক রাজ চক্রবর্তীর পোশাকও ছিল দেখার মতোই। রাজ একটি কালো রঙের কুর্তা পরেছিলেন। ফুল স্লিভ এই কুর্তায় চমৎকার দেখাচ্ছিল রাজ চক্রবর্তীকে। ছোট্ট ইউভানকে টি-শার্ট ও হাফ প্যান্ট পরানো হয়েছিল। ভীষণ মিষ্টি দেখাচ্ছিল এই খুদে সদস্যকে।
যাই হোক, আগামী মাসেই বহু অপেক্ষার পর মুক্তি পাচ্ছে ধর্মযুদ্ধ। তা দেখার জন্য এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখার জন্য অধীর আগ্রহেই অপেক্ষা করছেন সবাই।
আরও পড়ুন: ব্যাকলেস ব্লাউজে পোজ দিতেই মাত্রা ছাড়াল হটনেস! রিমঝিম বৃষ্টি ভিজে নেটপাড়ায় উষ্ণতা বাড়ালেন সোহিনী
Post a Comment