বাঁধ ভেঙে ঢুকছে জল, বিপদের প্রহর গুনছে সুন্দরবন


ODD বাংলা ডেস্ক:
ফের বিপদের প্রহর গুনছে সুন্দরবন! বাঁধ ভেঙে বিপর্যয়ের আশঙ্কায় দিন কাটাচ্ছে সুন্দরবন এবং লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগণার বিস্তীর্ণ এলাকা৷ নিম্নচাপ এবং পূর্ণিমার ভরা কোটালের জোড়া ফলায় নদী ও সমুদ্র লাগোয়া বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা ছিল৷ তা সত্যি হল। নামখানা এবং কাকদ্বীপের বিভিন্ন এলাকায় নদী বাঁধে ফাটল ধরে জলও ঢুকতে শুরু করেছে৷

গতকাল থেকেই নামখানার ঈশ্বরীপুর পঞ্চায়েত এলাকায় হাতানিয়া- দোয়ানিয়া নদীর মাটির বাঁধে বড়সড় ফাটল দেখা দিয়েছে। জোয়ারের দল লোকালয়ে ঢোকা থেকে বাঁচাতে স্থানীয় বাসিন্দারা মাটির বস্তা ফেলে জল আটকানোর চেষ্টা চালাচ্ছেন। কিন্তু দুশো মিটার নদী বাঁধের অবস্থা এতই খারাপ যে, জলস্তর বৃদ্ধি পেলে দুর্বল বাঁধ ভাঙার আশঙ্কায় ওই গ্রামের শতাধিক পরিবার।

আমফানের পর সেচ দপ্তর এই বাঁধ মেরামতি করলেও পরে আবার বেহাল হয়ে পড়ে। বর্তমানে জমি জটের কারণে স্থায়ী বাঁধ নির্মাণ করা যাচ্ছে না বলে প্রশাসন সূত্রে খবর। তবে পরিস্থিতির ওপর নজর রাখছে কাকদ্বীপ মহকুমা প্রশাসন। প্রয়োজন হলে বাঁধের কাছে থাকা মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে।

আগামিকাল পূর্ণিমার কোটালের জেরে মুড়িগঙ্গা নদীর জলস্তর আরও বাড়বে৷ ফলে তড়িঘড়ি প্রশাসন এই বাঁধ মেরামতির না করলে পুনরায় এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে৷ ইতিমধ্যেই সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় সমস্ত মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরিয়ে আনা হয়েছে৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.