ধূমপানের জন্য বয়সের সীমা বাড়ল না, জনস্বার্থ মামলার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
ODD বাংলা ডেস্ক: ধূমপান নিয়ে এই মুহূর্তে নিয়মের কোনও বদল করতে নারাজ সুপ্রিম কোর্ট। একুশ নয়, আঠারো বছর হলেই ধূমপানে অনুমতি মিলবে। দুই আইনজীবীর দায়ের করা জনস্বার্থ মামলার আবেদন খারিজ করে জানাল শীর্ষ আদালত। জনস্বার্থ মামলাটিতে আরও আবেদন ছিল, খুচরো সিগারেট বিক্রি, স্মোকিং জোন তুলে দেওয়া হোক। কিন্তু বিচারপতিরা সমস্ত আবেদনই খারিজ করে দিয়েছেন। বিচারপতি এস কে কউল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার মন্তব্য, ”জনপ্রিয়তা চাইলে অন্য কোনও মামলা লডুন। জনপ্রিয়তার নামে জনস্বার্থ মামলা করবেন না।”
Post a Comment