কন্যাসন্তান সংসারের দায় নয়, বড় ঘোষণা সুপ্রিম কোর্টের


ODD বাংলা ডেস্ক: কন্যাসন্তান পরিবারের দায় হতে পারে না- স্ত্রী ও কন্যার ভরণপোষণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে সম্প্রতি এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রেখেছে সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চের এজলাসে উপস্থিত হয়ে মামলাকারীর তরফে আইনজীবী 'কন্যা মানেই দায়' শব্দবন্ধ উচ্চারণ করা মাত্রই তাঁকে মাঝপথে থামিয়ে দিয়ে আদালত বলে, ''ভুল করছেন। কন্যাসন্তান কোনও দিনই পরিবারের দায় হতে পারে না।'' এই মন্তব্য করতে গিয়ে সংবিধানের যে ১৪ নম্বর ধারায় সব নাগরিকের সমতার অধিকারের কথা বলা আছে, তারও উল্লেখ করেন বিচারপতিরা।
supreme-court-says-a-girl-child-cannot-be-a-liability-of-the-family

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.