সংকটে শিশিরের সাংসদ পদ? আগামী সপ্তাহেই পদ খারিজ মামলার শুনানি


ODD বাংলা ডেস্ক:
রাষ্ট্রপতি নির্বাচনে শিশির অধিকারীর ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছিল। একইসঙ্গে বিরোধী শিবিরের ১৭ জন সাংসদ দলগুলির সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিলেন দৌপদী মুর্মুকে। এই নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছিল রাজনৈতিক মহল। এদিকে দলবিরোধী আইনে কাঁথির সাংসদ শিশির অধিরারীর পদ খারিজের আবেদন জানানো হয় তৃণমূলের তরফে। এবার ২৮ জুলাই এই আবেদনের প্রেক্ষিতে শুনানি করবে সংসদের প্রিভিলেজ এবং এথিকস কমিটি। উল্লেখ্য, দলবিরোধী আইনে শিশির অধিকারীর বিধায়ক পদ খারিজের জন্য আবেদন জানিয়েছিল তৃণমূল। যদিও শিশির অধিকারী নিজেই দাবি করেছিলেন, "আমি কোনও রাজনৈতিক দলের পতাকা হাতে তুলে নিইনি। আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকব।"

suvendu-adhikari-father-trinamool-congress-mp-sisir-adhikari-mp-post-rejection-hearing-will-be-hear-soon

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.