হঠাৎ আশঙ্কাজনক তরুণ মজুমদার, দেওয়া হল ভেন্টিলেশনে
ODD বাংলা ডেস্ক: প্রায় দু' সপ্তাহ আগে আচমকা অসুস্থ হয়ে পড়েন তরুণ মজুমদার। শ্বাসকষ্ট শুরু হওয়ায় তড়িঘড়ি তাঁকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুরু হয় ৯২ বছরের বর্ষীয়ান পরিচালকের চিকিৎসা। অভিজ্ঞ পাঁচ চিকিৎসকের টিম তাঁর চিকিৎসা শুরু করেন। দীর্ঘ ২২ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন পরিচালক তরুণ মজুমদার। ফুসফুসের সমস্যাও দীর্ঘদিনের। পরিচালক ডায়াবেটিসের রোগীও। কোমর্বিডিটি থাকায় আগেভাগে তাঁর করোনা টেস্টও করা হয়েছিল। এদিন তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে।
পরিচালকের আরোগ্য কামনা করছে বাংলার শিল্পীমহল। বাংলা চলচ্চিত্রে তরুণ মজুমদার নিজস্ব এক ঘরানার সৃষ্টি করেছেন। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য চারটি জাতীয় পুরষ্কারে ভূষিত হয়েছেন তিনি। সাতটি BFGA এবং পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। ১৯৯০ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।
Post a Comment