বর্ষায় মন ভালো করে মোমবাতি

 


ODD বাংলা ডেস্ক: মোমবাতি শুধু আলো দেয় না বা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে না এর আলো মন ভালো করে দেয়। বৃষ্টির দিনে না চাইলেও ঘরবাড়ি ভেজা আর স্যাঁতসেঁতে হয়ে থাকে। ঘরের গুমোট ভাব কাটাতে টেবিলে, জানালার পাশে বা ঘরের কোনায় কয়েকটি সুগন্ধি মোমবাতি জ্বেলে দিতে পারেন। ঘরে একটি আলোছায়ার ভাব তৈরি হবে। পাশাপাশি সুন্দর গন্ধ মন ভালো করে দেবে।

মোমবাতি এয়ার ফ্রেশনার হিসেবেও খুব কার্যকর। আবার এর ঘ্রাণ মশা–মাছির প্রকোপ বাড়তে দেয় না। ঘরের যেখানে যেখানে মশা মাছির প্রকোপ বেশি, সেখানে দিনে হোক বা রাতে, মোমবাতি জ্বালিয়ে রাখলে পোকামাকড় আশপাশে থাকবে না।


এখন বাজারে বিভিন্ন আকারের ও গন্ধের মোমবাতি পাওয়া যায়। পেন্ট হাউস লিভিং, সুন্দরা, আড়ং, কিউরিয়াস, পটের বিবি ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারেন পছন্দসই দাম ও গন্ধের মোমবাতি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.