করোনার ধাঁচে ছড়ায় ডায়েরিয়াও

 


ODD বাংলা ডেস্ক:কোভিড কিংবা টিবি রোগীর সামনে মাস্ক ছাড়া আসা বিপদের। কেননা, আক্রান্তের নাক-মুখ থেকে নিঃসৃত সূক্ষ্ম জলকণা বা ড্রপলেটের মাধ্যমেই ছড়ায় সংক্রমণটা। এবার জানা গেল, ঠিক একই কারণে ডায়েরিয়া রোগীর সামনেও মাস্কবিহীন থাকাটা সমান ঝুঁকির! কেননা, ডায়েরিয়ার নেপথ্যে থাকা রোটা ভাইরাস, নোরো ভাইরাসের মতো জীবাণু শুধু জলের মাধ্যমেই ছড়ায় না, মানুষ থেকে মানুষে ছড়ায় ড্রপলেটের মাধ্যমেও। আমেরিকায় এক বঙ্গসন্তানের গবেষণায় মিলেছে এর প্রমাণ। বিজ্ঞানপত্রিকা 'নেচার'-এ গবেষণাপাত্রটি সম্প্রতি প্রকাশিত হতেই আলোড়ন পড়েছে চিকিৎসক মহলে। ব্যতিক্রম নয় বাংলাও।



গবেষণায় দেখা গেল


নোরো ভাইরাস অথবা রোটো ভাইরাসে সংক্রমিত ১০ দিনের কম বয়সি ইঁদুর ও তাদের মায়ের উপর হয় গবেষণা


দেখা যায়, প্রথমে স্তন্যদাত্রী মায়ের শরীরে সংক্রমণ না থাকলেও স্তন্যদান করতে করতেই মায়েরাও সংক্রমিত হয়ে পড়েছে


পরে পরীক্ষায় বোঝা যায়, সদ্যোজাত ইঁদুরের লালারসে থাকা ভাইরাস হানা দিয়েছে মা-ইঁদুরের দুগ্ধ গ্রন্থিতে


প্রকল্পের মুখ্য গবেষক সৌরীশ ঘোষ জানাচ্ছেন, এই জীবাণুগুলি মানুষের লালারসেও যে একই ভাবে বংশবৃদ্ধি করে, সেল কালচার করে দেখে সে ব্যাপারেও তাঁরা নিঃসংশয়


মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের (এনআইএইচ) রিসার্চ স্কলার সৌরীশ বর্তমানে দেশে ফিরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে (আইআইসিবি) কর্মরত সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে


খলনায়ক জীবাণু


সব রকম ডায়েরিয়ার মধ্যে ভাইরাল ডায়েরিয়াই বেশি


ভাইরাল ডায়েরিয়ার নেপথ্যে সিংহভাগ ক্ষেত্রেই থাকে রোটা ভাইরাস (মূলত ছোটদের) এবং নোরো ভাইরাস (মূলত বড়দের)


প্রতি বছর সারা দুনিয়ায় আড়াই কোটি শিশু রোটা ভাইরাসের জন্যই ডায়েরিয়ার শিকার হয় এবং এদের মধ্যে প্রায় দু' কোটিকে হাসপাতালে ভর্তি করতে হয়


ছড়ায় কী ভাবে


এই ভাইরাসগুলি মূলত অন্ত্রের মধ্যেই বংশবিস্তার করে


সংক্রমিতের মল পানীয় জলের সঙ্গে কোনও ভাবে মিশে গেলে সেই জল থেকে ছড়ায় সংক্রমণ


নতুন জানা গেল


সংক্রমিতের স্যালাইভা বা লালারসের মধ্যেও হয় এই ভাইরাসগুলির দেদার বংশবৃদ্ধি


অর্থাৎ, কোভিড কিংবা টিবি-র মতো ডায়েরিয়াও ছোঁয়াচে। যার ফলে সংক্রমিতের কাছাকাছি থাকা মানুষও আক্রান্ত হতে পারে ড্রপলেটের মাধ্যমে


ঝুঁকি কোথায়


মানুষ থেকে মানুষেও নৈকট্যের কারণে সহজেই সংক্রমণ ছড়ায়, যা এত দিন ছিল অজানা


ফলে, মা থেকে শিশুর কিংবা শিশু থেকে মায়ের মধ্যেও ছড়ায় সংক্রমণ


বস্তুত, একজন সংক্রমিতের থেকে যে ভাবে করোনা বা যক্ষ্মা ছড়ায়, সে ভাবে ছড়ায় ভাইরাল ডায়েরিয়াও


ড্রপলেটের মাধ্যমে তো বটেই, সংক্রমিতের ব্যবহার করা বাসনপত্র কিংবা এঁটো খাবারের মাধ্যমেও ছড়ায় ডায়েরিয়া


কী করণীয়


ডায়েরিয়া রোগী এবং তাঁর সামনে আসা অন্যদের মাস্ক ব্যবহার করতে হবে


সংক্রমিতের ব্যবহার করা বাসনপত্র ও এঁটো খাবার থেকে সাবধান থাকতে হবে


আরও কী দেখার


মানুষে বিশদ ট্রায়াল হওয়ার অপেক্ষা।


সৌরীশ জানাচ্ছেন, মানুষের উপর বিশদ গবেষণাও তাঁরা শুরু করেছেন আইআইসিবি-তে


আপাতত ডায়েরিয়া আক্রান্ত শিশুদের লালারসের নমুনা সংগ্রহের উদ্দেশ্যে শিশুরোগ বিশেষজ্ঞদের সঙ্গে কথাবার্তা চলছে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.