থাইল্যান্ডের ম্যানহোল থেকে রুদ্ধশ্বাস অভিযানে ২ হাতি উদ্ধার
ODD বাংলা ডেস্ক: উদ্ধারকারী দল পৌছানোর পর দেখা গেল এক বিপত্তি। মা হাতিটির জন্য গর্তের কাছে যাওয়া সম্ভব হচ্ছিল না।
থাইল্যান্ডের নাখোণ নায়োকে রাস্তার পাশে ড্রেনেজের গর্তে পড়ে গিয়েছিল একটি হাতির বাচ্চা। প্রচণ্ড বৃষ্টির মধ্যে গর্তের পাশে দাঁড়িয়ে বাচ্চাকে পাহারা দিচ্ছিল মা হাতিটি।
উদ্ধারকারী দল পৌছানোর পর দেখা গেল এক বিপত্তি। মা হাতিটির জন্য গর্তের কাছে যাওয়া সম্ভব হচ্ছিল না।
ভেবে চিনতে মা হাতিটিকে ট্রাঙ্কুলাইজার দেওয়া হয়। এরপর ঘটে আরেক বিপত্তি। অজ্ঞান হওয়ার আগেই বাচ্চাটির দিকে এগিয়ে যায় মা হাতি, এরপরই উপুড় হয়ে গর্তে পড়ে যায়।
এরপর ৩ ঘণ্টা ধরে চলে উদ্ধার কার্যক্রম।
বুম লিফট, খনন যন্ত্র ব্যবহার করা হয় হাতি দুটিকে গর্ত থেকে তুলতে।
মা হাতিকে গর্ত থেকে তোলার পরপর তাকে সিপিআর দেওয়া হয়। ডিগার দিয়ে মাটি সরিয়ে দেওয়া হয়, বাচ্চা হাতিটিও গর্ত থেকে উঠে আসে।
কিছুক্ষণ পরই মা হাতিটির জ্ঞান ফিরে আসে, তাদেরকে তাদের আবাসস্থলে ফিরিয়ে দিয়ে আসা হয়।
Post a Comment