মহিলাদের ডান চোখ কাঁপা ভালো না খারাপ? জানুন জ্যোতিষ কী বলছে
ODD বাংলা ডেস্ক: আমাদের শরীরে বিভিন্ন অংশ কাঁপার আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। যদিও শরীরের বিভিন্ন অংশ কাঁপার বৈজ্ঞানিক ব্যখ্যা আছে, তবে সমুদ্রশাস্ত্র অনুসারে শরীরের বিভিন্ন অংশ কাঁপা আসলে আমাদের সঙ্গে অদূর ভবিষ্যতে কী ঘটতে চলেছে তারই ইঙ্গিত বহন করে। সমুদ্রশাস্ত্র অনুসারে শরীরের কোনও কোনও অংশ কাঁপা যেমন শুভ ইঙ্গিত বহন করে, তেমনই কোনও কোনও অংশ কাঁপা অশুভ ইঙ্গিত বহন করে থাকে। তবে পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে শরীরের ভিন্ন ভিন্ন অংশ কাঁপা ভিন্ন অর্থ বহন করে।
অনেক সময় আমাদের শরীরের কোনও কোনও অংশে মৃদু স্পন্দন দেখা দেয়। পেশির এই স্পন্দন আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এর ফলে কোনও ক্ষতি না হলেও সমুদ্র শাস্ত্র অনুযায়ী, শরীরের বিভিন্ন অংশের স্পন্দন আমাদের ভবিষ্যতের ইঙ্গিত দেয়। আমাদের জীবনে কী ঘটতে চলেছে তারই একটা পূর্বাভাস পাওয়া যায় এই স্পন্দনের ফলে।
সমুদ্রশাস্ত্র আমাদের জানাচ্ছে যে মহিলাদের বাম চোখ কাঁপা শুভ সংকেত বহন করে। অন্যদিকে পুরুষদের ডান চোখ কাঁপা শুভ বলে মনে করা হয়। এর অর্থ টাকা-পয়সা আসতে চলেছে বা কোনও নতুন চাকরি পেতে চলেছেন আপনি। তবে মহিলাদের ডান চোখ কাঁপা কিন্তু সমুদ্রশাস্ত্র অনুসারে অশুভ। কোনও মহিলার ডান চোখ নাগাড়ে কাঁপলে কী হতে পারে জানুন।
* অর্থহানি
* নতুন কোনও বিপদের আশঙ্কা
* স্বাস্থ্য খারাপ হতে পারে
* সম্পর্কে জটিলতা
* কাজে ব্যর্থ হওয়া
* বিরাট কোনও সংকটের ইঙ্গিত
সমুদ্রশাস্ত্র জানাচ্ছে যে মহিলাদের ডান চোখ কাঁপা শুভ। এর অর্থ খুব শিগগিরই ভালো কিছু ঘটতে চলেছে আপনার জীবনে। পুরুষদের ক্ষেত্রে আবার উল্টোটা। পুরুষদের ডান চোখ কাঁপা শুভ বলে মনে করা হয়। পুরুষদের বাঁ চোখ কাঁপা খারাপ কিছু ঘটার ইঙ্গিত বহন করে। জেনে নিন মহিলাদের বাঁ চোখ কাঁপলে কী হতে পারে।
* মহিলাদের বাঁ চোখ কাঁপার অর্থ সেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে।
* ওই পরিবারের আর্থিক উন্নতি হতে চলেছে।
* কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা।
* কোনও অসম্পূর্ণ কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হতে পারে।
Post a Comment