ফাউন্ডেশনের মত কাজ করে এই প্রাইমার

 


ODD বাংলা ডেস্ক: হালকা এই প্রাইমারটি ত্বকে একটি ম্যাট এবং সফট লুক এনে দেয় রেভলন ফটোরেডি কালার কারেক্টিং প্রাইমার। এটি ত্বকের বলিরেখা এবং ত্বকের ছিদ্র ঢেকে দিতে সাহায্য করে। এটি তৈলাক্ত ত্বকের জন্য বেশ কার্যকরী।

রেভলন ফটোরেডি কালার কারেক্টিং প্রাইমার মেকআপসহ এবং মেকআপ ছাড়াও ব্যবহার  করা যায়। দাম পরবে ১৫০০-২০০০ টাকা।

তৈলাক্ত ত্বকের জন্য স্ম্যাশবক্স ফটো ফিনিস ফাউন্ডেশন প্রাইমারও ভালো। এতে ৬০% জল। অয়েল ফ্রি এই প্রাইমারটি তৈলাক্ত ত্বকের সাথে মিশে যেয়ে একটি নিখুঁত ঝরঝরে অনুভব এনে দেয়। এবং ফাউন্ডেশনের মত কাজ করে থাকে। ফলে ফাউন্ডেশন ব্যবহার না করলেও হয়। 


 প্রাইমারই ব্যবহার করতে পারেন চোখের আশেপাশে। এটা আই মেকআপ ছড়িয়ে যেতে দেবে না। এর পাশাপাশি চোখের লালচেভাব ঢাকতে সাহায্য করে প্রাইমার। আপনার চোখের চারপাশে যদি বলিরেখা থাকে তবে সেটাও মসৃণ করতে পারে প্রাইমারের ব্যবহার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.