শিবের সঙ্গে এই দেব-দেবীর পুজো ভুলবেন না, মহাদেবের আশীর্বাদ লাভের মহাউপায় জানা আছে?
ODD বাংলা ডেস্ক: Lord Shiva-র ভক্তির সর্বোৎকৃষ্ট মাস হল শ্রাবণ। শিব-সাধনার জন্য শ্রাবণকে শ্রেষ্ঠ মাস মনে করা হয়। কোন দিন, কোন নিয়মে ব্রত পালন করলে, শিবের পুজো করলে তাঁর আশীর্বাদ লাভ করা যায়, তা অনেকেই জানতে চান। ১৮ জুলাই সোমবার থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে যা শেষ হবে ১৭ অগাস্ট। এই মাসে শিবের পূজার্চনা, জপ-তপ ও উপবাস করলে বৈরাগী শিব প্রসন্ন হন। আবার বিভিন্ন প্রকারের শিবলিঙ্গের পুজো করেও ব্যক্তি নিজের মনস্কামনা পূর্ণ করতে পারে। শিব আরাধনার সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত তথ্য তুলে ধরা হল এখানে। তার আগে জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে আর কটা সোমবার অবশিষ্ট।
চলতি বছর শ্রাবণে মোট ৫টি সোমবার। যাঁর মধ্যে ১৮ জুলাই ছিল শ্রাবণের প্রথম সোমবার। অবশিষ্ট চারটি সোমবারের তারিখ জানানো হল--
দ্বিতীয় সোমবার- ২৫ জুলাই ২০২২
তৃতীয় সোমবার- ১ অগাস্ট ২০২২
চতুর্থ সোমবার- ৮ অগাস্ট ২০২২
পঞ্চম সোমবার- ১৫ অগাস্ট ২০২২
শ্রাবণ মাসে শিবের করুন তাঁর সমস্ত পরিবার ও নাগদেবতার পুজো
পুরাণ মতে শ্রাবণ মাসেই নিজের দ্বিতীয় জন্মে সতী কঠোর জপ-তপ করে মহাদেবকে স্বামী রূপে লাভ করেন। তাই শ্রাবণ মাসের সোমবারে শিব পুজোর সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত নিয়ম অবশ্যই পালন করা উচিত। শিবের পুজোয় গঙ্গাজল ব্যবহার করতে ভুলবেন না। গঙ্গাজল শিবের সর্বাধিক প্রিয়। শিবকে গঙ্গাজল অর্পণ করলে শিব ভক্তরা অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য ফল অর্জন করেন। শ্রাবণ মাসে মহাদেবের সঙ্গে পার্বতী, গণপতি, কার্তিকেয় ও নাগ দেবতার পুজো করতে ভুলবেন না। এই সমস্ত দেবী-দেবতার সঙ্গে শিবের পুজো করলে বহু গুণ অধিক পুণ্য লাভ করতে পারেন ভক্তরা।
শ্রাবণে শিব পুজোর মহাউপায়
শিবের অপর নাম ভোলানাথ। কোনও ভক্ত যদি শ্রদ্ধা ও বিশ্বাস ভরে শিবের পুজো করেন, তা হলে শিব শীঘ্র প্রসন্ন হন এবং নিজের ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। শ্রাবণ মাসে শিবের পুজোর সঙ্গে জড়িত সরল উপায়ের মাধ্যমে কী ভাবে তাঁর কৃপা প্রার্থী হবেন জেনে নিন--
১. অর্থ লাভের কামনা থাকলে শ্রাবণ মাসে স্ফটিকের শিবলিঙ্গে সাদা চন্দন লাগিয়ে পুজো করুন। শিব পুজোয় এই উপায়টি করলে মহাদেবের পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদও লাভ করতে পারবেন।
২. কোনও বিশেষ কাজে বার বার বাধার সম্মুখীন হচ্ছেন? তা হলে সেই সমস্যা দূর করতে ও তাতে সাফল্য লাভের জন্য পারদ শিবলিঙ্গের পুজো করুন। এই উপায় করলে আপনার পথের বাধা দূর হবে এবং সাফল্যের পথ স্পষ্ট দেখা যাবে।
৩. বিবাহের বহু বছর সত্ত্বেও সন্তান সুখ থেকে বঞ্চিত থাকলে এই উপায়টি করতে পারেন। সন্তানসুখ লাভে ইচ্ছুক দম্পতিরা শ্রাবণ মাসে মাখনের শিবলিঙ্গ তৈরি করে গঙ্গাজল দিয়ে অভিষেক করুন। শ্রদ্ধা ও ভক্তি ভরে এই সহজ উপায়টি করলে শিব নিজের ভক্তদের শীঘ্র মনস্কামনা পূর্ণ করেন।
৪. নিজের বাড়ি তৈরির স্বপ্ন পূরণ হচ্ছে না? অথবা পৈতৃক সম্পত্তি লাভের পথেও ক্রমাগত বাধা সৃষ্টি হচ্ছে? এমন পরিস্থিতিতে মধু দিয়ে শিবলিঙ্গের বিশেষ পুজো করুন। এর ফলে শিব প্রসন্ন হবেন এবং শীঘ্র নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে বা কিনতে পারবেন আপনি।
Post a Comment