গুগলে পুরুষেরা খুঁজে ‘পুরুষহীনতার লক্ষণ’?
ODD বাংলা ডেস্ক: গুগল সার্চ বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয়। নারী পুরুষ উভয়ই সমানতালে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকেন। গুগল বিলিয়নেরও বেশি ওয়েব পাতার সূচি রাখে যাতে ব্যবহারকারীরা মন মতো তথ্য খুঁজে পায়। এখন তো এমন অবস্থা হাতের কিছু হারিয়ে গেলেও মনের ভুলে গুগল সার্চ দিতে ইচ্ছা করে।
যাই হোক মূল বিষয়ে আসা যাক- আপনি যদি পুরুষ হন, তাহলেতো ধারণা আপনার থাকবে। আর নারী হলে অজানা তথ্য জেনে নিতে পারবেন। frommars.com-এর একটি রিসার্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখে নিন পুরুষরা গুগলে সবচেয়ে বেশি কি সার্চ করেন। পুরুষরা গুগলে সবচেয়ে বেশি পাঁচটি প্রশ্নের উত্তর খুঁজে পেতে চান।
১. পুরুষত্বহীনতার লক্ষণগুলো কী।
২. শেভ করলে গালের দাড়ির বৃদ্ধি আরো বাড়ে কি না।
৩. স্তন ক্যানসার আদৌ কি পুরুষদের হয়?
৪. টুপি পরলে বা চুলে ঝুঁটি বাধলে বা বেনী করলে চুল বেশি ঝরে কি না
৫. ব্যায়ামের পর কী পরিমাণে এবং কী কী প্রোটিন খাওয়া উচিত।
Post a Comment