গরমে ঠোঁট ফাটলে কী করবেন?

 


ODD বাংলা ডেস্ক: ঠোঁটের বাইরের দিকটার চামড়া থাকে খুবই পাতলা। শুষ্কতার কারণে স্কীনের জলীয় অংশ দ্রুত কমে যায়।  তবে এটা কোন বড় সমস্যা নয়। তাপমাত্রার স্বাভাবিক প্রভাব। সচেতন থাকলেই এটি এড়ানো সম্ভব। 

ঠোঁট সামান্য শুষ্ক হলে অনেকে জিহ্বা দিয়ে ভেজানোর চেষ্টা করেন। কিন্তু পরে স্যালাইভা শুকিয়ে গেলে ঠোট আরও শুষ্ক হয়ে ওঠে ও ফেটে যেতে পারে। অনেক সময় উচ্চ রক্তচাপ, হার্ট, কিডনি বা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত কিছু ঔষধও শরীর থেকে জল বের করে নেয় এবং সে কারণেও অনেকের ত্বক বিশেষ করে ঠোঁটে প্রভাব পড়ে। এবং ঠোঁট ফেটে যায়। আবার অনেক সময় ঠোঁটের অবস্থান নাকের ঠিক নিচে থাকার জন্য নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসা গরম বাতাসের প্রভাবেও ঠোঁট শুষ্ক হয়ে যায়।


বিশেষজ্ঞদের পরামর্শ -


•প্রচুর জল পান করতে হবে


•ঠোঁটের নিয়মিত যত্ন নিতে হবে


•তীব্র সূর্যালোক ও ধুলোবালি থেকে ঠোঁটের সুরক্ষা নিশ্চিত করতে হবে


•সুষম ও পুষ্টিকর খাবার খেতে হবে


•প্রয়োজনে ভ্যাসলিন ব্যবহার করতে হবে।



সেক্ষেত্রে রাসায়নিক মিশ্রিত কোন কিছু ব্যবহার থেকে সাবধান থাকার কথা বলেন চিকিৎসকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.