চোখের পাতা ঘন করবে ‘ভল্যুমিলাইজিং এবং লেন্থননিং’



 ODD বাংলা ডেস্ক: ঘন পাপড়ি চোখের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। পাপড়ি ঘন দেখানোর জন্য নকল পাপড়ি ব্যবহার করেন অনেকে। প্রতিদিনতো আর নকল পাপড়ি ব্যবহার করা সম্ভব না। সেক্ষেত্রে ‘ভল্যুমিলাইজিং এবং লেন্থননিং’ উপাদান বিশিষ্ট মাশকারা হতে পারে ভালো বিকল্প। এ ধরনের মাশকারা বিশেষ উপাদান ও ব্রাশ চোখের পাপড়ি ঘন করার পাশাপাশি পাপড়ির দৈর্ঘ্যও কিছুটা বাড়িয়ে তোলে।

যেভাবে ব্যবহার করবেন ‘ভল্যুমিলাইজিং এবং লেন্থননিং’ মাশকারা


১. পাপড়িকে বড় ও কোঁকড়ানো লুক আনতে ওপরে ও নিচে সমানভাবে মাশকারা মাখুন। মাখার সময় ব্রাশকে ওপর থেকে নিচে ঘুরান। এতে পাপড়ি ঘন লাগবে।


২. মাশকারা শুকিয়ে গেলে গরম জলের মধ্যে মাশকারার বোতলটি রাখুন। এতে ভেতরের সলিউশন তরল হয়ে যাবে। আবার ব্যবহার করতে পারবেন।


৩. সকালে হয়তো মাশকারা দিয়ে ঘর থেকে বের হয়েছেন, তবে আরেকবার ব্যবহার করতে চান, তাহলে কেবল আরেকটি লেয়ার লাগাবেন না। এতে পাপড়ি চেপে যাবে। এ ক্ষেত্রে লিকুইড মেকআপ রিমুভার দিয়ে আগের মাশকারা মুছে নিতে হবে। এরপর একটি ব্রাশ দিয়ে পাপড়ি ব্রাশ করে নেবেন। এবার পুনরায় মাশকারা ব্যবহার করুন। এতে পাপড়ি চেপে যাবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.