কেন লম্বা পুরুষ পছন্দ না, ‘বিস্ময়’ খোলসা করলেন মডেল নিজেই

 


ODD বাংলা ডেস্ক: সৌন্দর্যের সংজ্ঞা ঠিক কী তা নিয়ে মতান্তরের শেষ নেই। বিশেষ করে দেহের গঠনকে ভালোবাসার মাপকাঠি করতে রাজি নন অনেকেই। অ্যানালিভিয়া হাইন্ডস নামক আইরিশ এক মডেল জানিয়েছেন, তিনি পছন্দ করেন তার চেয়ে কম উচ্চতার তরুণদের। এমনকি, তার বর্তমান প্রেমিকও উচ্চতায় তার থেকে কম।

কিন্তু কেন কম উচ্চতার পুরুষই পছন্দ তার? নিজেই একটি ভিডিও করে অ্যানালিভিয়া খোলসা করেছেন কারণ। ২৪ বছর বয়সি অ্যানালিভিয়া জানিয়েছেন, তার প্রেমিকরা কম উচ্চতার হলে সেই প্রেমিকদের জিনসের প্যান্ট তিনি নিজেও পরতে পারেন।


অ্যানালিভিয়ার কথায়, অনেক নারীই ৬ ফুট লম্বা সুঠাম স্বাস্থ্যের পুরুষ পছন্দ করে। কিন্তু তার কম উচ্চতার পুরুষই বেশি পছন্দ। তার বর্তমান প্রেমিক ৫ ফুট ৫ ইঞ্চি লম্বা বলেও জানান তিনি। তার প্রেমিকের যখনই কোনো প্যান্ট পছন্দ হয় না, তখন সেই প্যান্টগুলো তিনি নিয়ে নেন বলেই নেটমাধ্যমে জানিয়েছেন অ্যানালিভিয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.