শুধু যুদ্ধের দিনই নয়, ১৮ সংখ্যা বারবার ফিরেছে মহাভারতে! কী রহস্য এর পিছনে?
ODD বাংলা ডেস্ক: 'Mahabharata-এর কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পূণ্যবান'। মহাভারত রচনা হয়েছিল কয়েক হাজার বছর আগে। কিন্তু এখনও এই মহাকাব্যের নানা দিক আমাদের মনে আগ্রহ ও কৌতুহল জাগিয়ে তোলে। মহাকাব্যের কাহিনির পরতে পরতে রয়েছে চমক আর রহস্য। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবে মহাভারতের এমনই এক রহস্যাবৃত দিক।
সংখ্যাজ্যোতিষ অনুসারে বিভিন্ন সংখ্য়ার আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। সংখ্যা আমাদের জীবনে নানা ভাবে প্রভাব ফেলে। মহাভারতে যে সংখ্যাটি বারবার আমাদের সামনে উঠে আসে, তা হল ১৮। মহাভারত মানেই কুরুক্ষেত্রের যুদ্ধ। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধ চলে ১৮ দিন ধরে। এই পর্যন্ত তো আমরা সবাই জানি। কিন্তু এই ১৮ সংখ্যাটি শুধু যুদ্ধের দিন হিসেবে নয়, বারবার করে ফিরে এসেছে মহাভারতে। কেন? কী এর রহস্য? কী কারণে ১৮ সংখ্যাটির উপর বারবার এত জোর দেওয়া হয়েছে এই মহাকাব্যে?
জেনে নেওয়া যাক, আর কোন কোন ক্ষেত্রে ১৮ সংখ্যা ফিরে ফিরে এসেছে মহাভারতে?
* ১৮ দিন ধরে চলেছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। এই যুদ্ধে কয়েক লক্ষ যোদ্ধার মৃত্যু হয়। ধর্মের সঙ্গে অধর্মের এই লড়াইয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন বহু মানুষ। যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, 'এই যোদ্ধাদের দেখে নাও, এরা এই যুগের শ্রেষ্ঠ যোদ্ধা।' যুদ্ধ থেমেছিল ১৮ দিন পর।
* কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব ও পাণ্ডবদের পক্ষ নিয়ে অংশ নিয়েছিল মোট ১৮ অক্ষৌহিণী সেনা। এর মধ্যে ১১ অক্ষৌহিণী ছিল কৌরবদের পক্ষে এবং ৭ অক্ষৌহিণী ছিল পাণ্ডবদের পক্ষে। গজ, রথ, ঘোড়সওয়ার ও পদাতিক সৈন্য নিয়ে মোট ২১৮৭০০ সেনা নিয়ে তৈরি হয় এক অক্ষৌহিণী সেনা।
* ব্যাসদেবের রচিত মহাভারতে মোট ১৮টি পর্বের উল্লেখ পাওয়া যায়। যে ১৮ পর্ব নিয়ে মহাভারত রচিত, সেগুলি হল - আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সৌপ্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, অশ্বমেধিক পর্ব,আশ্রমবাসিক পর্ব, মৌসল পর্ব, মহাপ্রস্থানিক পর্ব এবং স্বর্গারোহণ পর্ব।
* ১৮ পর্বের মহাভারত ছাড়া ১৮টি পুরাণেরও রচনা করেছিলেন ঋষি বেদব্যাস।
* কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন শ্রীকৃষ্ণ। গীতাতেও রয়েছে ১৮টি অধ্যায়। গীতার আরও ১৮টি নাম রয়েছে।
* পুরো মহাভারত মহাকাব্যটি প্রধান ১৮টি চরিত্রের উপর দাঁড়িয়ে। মহাভারতের এই প্রধান ১৮ চরিত্র হলেন - শ্রীকৃষ্ণ, ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, শকুনি, দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, অশ্বত্থামা, কৃতবর্মা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী এবং বিদুর।
* এখানেই শেষ নয়, আরও আছে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর মাত্র ১৮ জন যোদ্ধা শেষ পর্যন্ত বেঁচেছিলেন। তার মধ্যে ১৫ জন পাণ্ডবপক্ষের এবং তিন জন কৌরবপক্ষের যোদ্ধা শেষ পর্যন্ত বেঁচেছিলেন।
এখানেই প্রশ্ন জাগে মহাভারতে বারবার এই ১৮ সংখ্যার ফিরে আসা কি নেহাতই কাকতালীয়, না এর মধ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে? যে রহস্যের এখনও কোনও সমাধান হয়নি।
Post a Comment