অফিস থেকে ফিরে কী করবেন, কী করবেন না



 ODD বাংলা ডেস্ক: শরীরটা ক্লান্ত বলেই পরনের পোশাক পরিবর্তন না করেই বিছানায় শুয়ে পড়বেন না। এতে ক্লান্তি সঙ্গে সঙ্গে মানসিক অবসাদও বেড়ে যায়।অফিস থেকে ফিরে প্রথমেই পোশাক পরিবর্তন করে নিন। আরামদায়ক কোনো পোশাক অবশ্যই পরে নিতে হবে। ঢিলেঢালা পোশাক বেছে নেবেন। 

হাতমুখ ভালো করে ধুয়ে নেবেন। সম্ভব হলে স্নান করবেন। কারণ অফিসে যাওয়া-আসা, কাজের বিভিন্ন ঝক্কি-ঝামেলা স্নায়ুর ওপর চাপ ফেলে, স্নান করলে আরাম বোধ করবেন। কারণ স্নান করালে ঘামগ্রন্থিগুলোর মুখ যায় খুলে। ফলে শরীরের ক্ষতিকর পদার্থ বা টক্সিন বেরিয়ে যায়। এতে হাড় ও শরীরের জয়েন্টের ব্যথা কমে এবং রক্তসংবহন বাড়ে। কোষ্ঠকাঠিন্যও দূর হয়। জল শরীরে ঢালতে হবে কমপক্ষে ১০ থেকে ২০ মিনিট।


যা করবেন না

কোমল পানীয় বা অধিক চিনি দিয়ে শরবত বা চা পান করবেন না। 

ভাজাপোড়া খাবার খাবেন না। 

অফিস থেকে ফিরেই টিভির সামনে বসে যাবেন না। এতে বিশ্রাম হয় না। 

ফ্রেশ হয়ে সবুজ চা পান করতে করতে বই বা খবরের কাগজ পড়তে পারেন। ইচ্ছে হলে শুনতে পারেন প্রিয় কোনো গান। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.