বাড়িতে থাকুক তুলসী, শিউলি, শমী, জীবনে বাড়বে সুখ-সমৃদ্ধির আনাগোনা

 


ODD বাংলা ডেস্ক: গাছপালার শখ থাকে অনেকের। অনেকে নিজের বাড়িতেই বাগান করেন, কেউ কেউ আবার কিচেন গার্ডেনও করে রাখেন। কিন্তু প্রতিটি গাছপালার সঙ্গেই বাস্তু শাস্ত্রের যোগ থাকে। কারণ বাস্তু মতে কিছু গাছ বাড়ির জন্য শুভ। এদের প্রভাবে বাড়িতে শুভ শক্তির আগমন ঘটে। আবার কোনও কোনও গাছ বাড়িতে রাখতে নেই। তা না-হলে নানান নেতিবাচক শক্তি তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে। বাস্তু শাস্ত্রে এমন কয়েকটি গাছের উল্লেখ করা হয়েছে যা বাড়িতে রাখলে আনন্দের সমাগম হয়। এই গাছগুলি আবার পরিবারের সদস্যদের উন্নতি ও বৃদ্ধিতেও সাহায্য করে। কোন কোন গাছের কথা বলা হচ্ছ জেনে নিন--



সেরা ইলেক্ট্রনিক্স প্রোডাক্টে পাবেন 50% ছাড়

তুলসী


হিন্দু ধর্মে তুলসীকে গুরুত্বপূর্ণ স্থান প্রদান করা হয়েছে। তুলসীকে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয়। বাড়ির উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ লাগানো শুভ। তুলসী পুজো করলে গ্রহ দোষ কেটে যায়। আবার পাপ মোচনের জন্যও তুলসী পুজো করার পরামর্শ দেন অনেকে। বাস্তু দোষ দূর করতে সহায়ক তুলসী। বিশ্বাস অনুযায়ী যে বাড়িতে তুলসী থাকে, সেখানে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় ও সেই পরিবার ধন-ধান্যে ভরে যায়।


আমলকি


আমলকি লক্ষ্মী ও নারায়ণের প্রিয় গাছ। বাড়ির উত্তর-পূর্ব বা উত্তর দিকে এই গাছটি রাখা যেতে পারে। হিন্দু শাস্ত্র মতে নিয়মিত এই গাছের পুজো করলে সৌভাগ্য বৃদ্ধি হয়। এর প্রভাবে বাড়িতে কখনও অর্থাভাব থাকে না। ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়।


শিউলি


বাস্তু শাস্ত্রে শিউলি ফুল ও গাছকে অত্যন্ত শুভ মনে করা হয়। এই গাছটিকে বাড়ির পূর্ব বা উত্তর দিকে লাগানো উচিত। প্রচলিত ধারণা অনুযায়ী যে ঘরে পারিজাত গাছ লাগানো থাকে, সেখানে স্বয়ং লক্ষ্মীর বাস হয়। বাড়িতে বাস্তু দোষ থাকলে তা নিবারণ করতে পারে শিউলি। এ ক্ষেত্রে বাড়ির আঙিনায় শিউলি চারা লাগানো উচিত। শিউলির প্রভাবে বাস্তু দোষ দূর হবে ও বাড়িতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।


শমী


এটি শনির প্রিয় গাছ। বাড়ির বাইরে শমী গাছ লাগানো উচিত। তবে এমন স্থানে লাগাতে হবে, যাতে বাড়ি থেকে বেরোনোর সময় গাছটি আপনার ডান দিকে থাকে। এই গাছের তলায় প্রতি দিন সরসের তেলের প্রদীপ জ্বালালে শনির আশীর্বাদ পাওয়া যায়। যার ফলে পরিবারে সুখ-শান্তি বজায় থাকে। শমীর পুজো করলে ব্যক্তির স্বাস্থ্য ভালো থাকে। পাশাপাশি সেই পরিবারের নিরন্তর উন্নতি হতে থাকে।



বেল পাতার গাছ


জ্যোতিষ ও বাস্তু মতে বাড়ির বাগানে এই গাছ লাগালে সেই গৃহ পাপনাশক হয়ে ওটে। সেখানে বসবাসকারী পরিবার যশস্বী হয়। বাড়ির উত্তর-পশ্চিম কোণে এই গাছ লাগানো থাকলে পরিবারের সদস্যরা মান-সম্মান লাভ করেন। আবার বাড়ির উত্তর বা দক্ষিণে দিকে বেল গাছ থাকলে সুখ-শান্তি বৃদ্ধি পায়। মধ্যস্থানে বেল গাছ থাকলে সম্পর্কে মাধুর্য থাকে। বেল গাছে লক্ষ্মীর বাস। তাই এই গাছের পুজো করলে দারিদ্র দূর হয়।


জবা ফুল


জ্যোতিষ শাস্ত্রে এই ফুলটি সূর্য ও মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত। এক লোটা জলে জবা ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য দিলে স্বাস্থ্য ভালো থাকে এবং সমাজে মান-প্রতিষ্ঠা বৃদ্ধি পায়। দুর্গাকে প্রতিদিন জবা ফুল অর্পণ করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। বাড়ির দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ কোণে জবা ফুলের গাছ লাগানো শুভ।


কলা গাছ


এই গাছের ধর্মীয় গুরুত্ব রয়েছে। প্রতি বৃহস্পতিবার কলা গাছের পুজোর বিধান রয়েছে হিন্দু শাস্ত্রে। বৃহস্পত গ্রহের আধিপত্য রয়েছে এই গাছের ওপর। বাড়িতে কলা গাছ লাগালে বিষ্ণুর আশীর্বাদ থাকে এবং পরিবারে সুখ-সমৃদ্ধির বাস হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.