সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তির আশঙ্কা, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর
ODD বাংলা ডেস্ক: বছরের পঞ্চম মাস শ্রাবণ। পাশাপাশি রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বাংলা বছরের পঞ্চম মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
শ্রাবণ বাংলা সনের তৃতীয় মাস। ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের পঞ্চম মাস। এটি বর্ষা মৌসুমে অন্তর্ভুক্ত দুই মাসের পঞ্চম মাস। এই মাসকে দেবাদিবেদ মহাদেবের মাসও বলা হয়। শ্রাবণ মাস বাংলা বছরের বাকি মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস। বাংলার শ্রাবণ মাস জুড়ে শিবের আরাধনা ও পুজো করা হয় । জ্যোতিষশাস্ত্র মতে, জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য নির্ধারণে সাহায্য করে। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তাঁর জন্ম, জন্মবার এবং জন্মমাস থেকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাসে জন্ম হলে, জেনে নিন সেই জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্বর্কে।
সিংহ রাশির ব্যক্তিত্ব-
রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। এরা দৃঢ় প্রতিজ্ঞ, জেদি, পরাক্রমশীল, গম্ভীর ও দয়াবান হয়। নিজের চেষ্টায় জীবনে উন্নতি করে। সাধারণত শান্ত কিন্তু রেগে গেলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পরে। উচ্চ রক্তচাপ, চোখের রোগ, পেটের রোগে ভোগান্তি হয়। এই রাশির ব্যক্তিরা প্রায়ই দৈহিক সৌন্দর্য যুক্ত হয়ে থাকে। বৃশ্চিক, মীন, সিংহ ও মেষ রাশির নর নারির সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হবে। যে কোনও কাজে ঘনঘন মত পাল্টালে জাতকের ভাল হবে না। লাল বা হলুদ রঙের দ্রব্যের ব্যবসা করলে শুভ। তবে জেনে নেওয়া যাক বাংলা বছরের চতুর্থ মাস শ্রাবণ কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর-
শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে-
শ্রাবণ মাসে সিংহ রাশির আপনার ব্যবহারে ফলে কর্মস্থানে বিবাদের সৃষ্টি হতে পারে। গুরুজনদের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা হতে পারে। নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন। সামাজিক সম্মান লাভ করতে পারেন। শারীরিক কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে। মনে বিষন্নভাব বাড়তে পারে। ভোগবিলাসের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সামাজিক সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। মামলা মোকদ্দমা চলতে থাকলে এই মাসেই সাফল্য পাবেন। শিল্পীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ।
Post a Comment