Bramhastra-র শিবার মতোই অলৌকিক ক্ষমতা লুকিয়ে আপনার মধ্যেও? জানুন রাশি মিলিয়ে
ODD বাংলা ডেস্ক: মেষ রাশি: আগুন
রাশি চক্রের প্রথম রাশি মেষ। অগ্নি তত্বের রাশি এটি। স্বাভাবিক ভাবেই আগুন আপনার অলৌকিক ক্ষমতায় সামিল। আপনার তীব্র উত্তাপ, জ্বলন্ত রাগ আপনাকে চিত্তাকর্ষক করে তোলে। অনেকেই আপনার তাপ সহ্য করতে পারে না। আর ঠিক এ কারণেই সমস্ত রাশির মধ্যে আপনিই একমাত্র যোদ্ধা। মেষ রাশির নাম নিলেই রাগ-তাপের কথা উঠে আসে। এই রাশির জাতকরা অনেক সময় রাগের বশবর্তী হয়ে পড়েন। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। ভুলে যান যে, তাঁরা যা করতে চলেছেন, তার প্রভাব কী হতে পারে। অন্তরের ক্রোধ এঁদের উত্তাপকে আরও বাড়িয়ে তোলে। এক কথায় আগুনের মতোই তাপ বিচ্ছুরণ করেন মেষ জাতকরা।
বৃষ রাশি: পরিবেশকে কাজে লাগানো
পৃথিবী তত্বের রাশি এটি। পৃথিবী ও প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারেন এই রাশির জাতকরা। এঁদের মধ্যে ঘড়ির কাঁটা নিরন্তর ঘুরতে থাকে। পৃথিবী ছাড়া অন্য কেউই এই জাতকদের বাগে আনতে পারে না। এই রাশির জাতকরা পরিবেশকেও নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারে। বায়ু, ঝড়, কুয়াশার মতো প্রাকৃতিক ঘটনাকে নিজের কাজে লাগাতে পারেন। এক কথায় তাঁদের এই ক্ষমতাকে অ্যাটমোকিনেসিস বলা যায়। কোনও নির্দিষ্ট সময়ের মধ্যে এঁদের বেঁধে রাখতে পারবেন না আপনারা।
মিথুন রাশি: রূপ পরিবর্তন
রাশি মধ্যে বহুরূপী আপনিই। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হন মিথুন রাশির জাতকরা। আপনার চিন্তাভাবনা আলোর গতির চেয়েও দ্রুতবেগে প্রকাশ পায়। আপনার মন ও মস্তিষ্কের মধ্যে যে ধ্বনি শোনা যায়, তা আপনারই পৃথক পৃথক ব্যক্তিত্বের প্রতিফলন। সব সময় একই রকম থাকেন না আপনি। বরং এক তুড়িতে পরিবেশ অনুযায়ী নিজের রূপ পাল্টে ফেলতে পারেন। একটি ভিন্নমাত্রার ঊর্জা কাজ করে আপনাদের মধ্যে। যে কোনও মুহূর্তে যে কোনও ব্যক্তি বা পরিস্থিতির অনুকূল আচরণ করার ক্ষমতা রয়েছে। অনেক সময় শত্রুকে পরাজিত করার জন্য তাঁদেরই অনুকরণ করেন, কৌশল ব্যবহার করেন মিথুন রাশির জাতকরা।
কর্কট রাশি: নিরাময়
চাঁদ, সমুদ্র, জোয়ার-ভাঁটার সঙ্গে জড়িত আপনি। স্পর্শই আপনার অলৌকিক ক্ষমতা। শিশুর কোনও ব্যথা হোক বা বয়স্কদের বেদনা, সব কিছু থেকেই আপনার আলতো ছোঁয়াই তাঁদের মুক্তি দিতে পারে। আবেগ-অনুভূতির বোঝার ভিন্ন মাত্রার চিন্তাভাবনা রয়েছে আপনার মধ্যে। অনন্তকাল ধরে আপনি মহাজাগতিক পালকপিতার ভূমিকা পালন করে এসেছেন আপনি। আপনি যখনই কিছু স্পর্শ করেন, তা ভালোবাসা ও যত্নে ভরে ওঠে। এর জন্য আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হয় না।
সিংহ রাশি: উজ্জ্বলতা
বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আপনার মনকে আনন্দ, ভালোবাসা, হাসি ও শিশুসুলভ ফ্যান্টাসিতে ভরে দিয়েছে। অন্তরের আলোয় আপনি উজ্জ্বল। সোনার মতো আলোর বিচ্ছুরণ ঘটাতে পারেন আপনি। তাই তো, যখনই কোনও স্থানে আপনি পা রাখেন, সেই স্থানটি আলো ঝলমলে হয়ে ওঠে। অনুষ্ঠানের প্রাণকেন্দ্র হয়ে পড়েন আপনিই। একটি পতঙ্গ যেমন অগ্নিশিখা দেখে তাঁর দিকে ছুটে যায়, ঠিক সে ভাবেই আপনার প্রতিও সকলেই আকৃষ্ট হয়ে আসেন।
কন্যা রাশি: ভবিষ্যদ্বাণী
সদা প্রস্তুত আপনি। কেউ জানতে পারেন না যে, এত না-বলা কথা বা ঘটনা আপনি জানলেন কী ভাবে! কিন্তু অত্যন্ত সহজ-সরল ভাবে আপনি এ সবই করে আসছেন। আপনার মধ্যে কাউকে সাহায্য করার সহজাত ইচ্ছা সবসময় কাজ করে। সব সময় নিয়ন্ত্রকের ভূমিকায় থাকতে চান এই রাশির জাতকরা। কার জন্য কী ভালো, তা কন্য়া জাতকদের জিগ্যেস করুন, উত্তর পাবেন।
তুলা রাশি: টেলিকাইনেসিস
চার্ম, ফোকাস ও এনার্জি-- এই তিনটি শব্দ দিয়ে তুলা রাশির জাতকদের ব্যাখ্যা করা যায়। টেলিকাইনেসিসের জন্য অন্তরের ভারসাম্যের প্রয়োজন পড়ে। তুলা রাশির জাতকদের অন্তরে অস্বাভাবিক মাত্রায় এই ক্ষমতা বর্তমান। তুলা জাতকদের এই ভারসাম্যের ক্ষমতা কিন্তু জন্মগত নয়। বরং কঠিন পরিশ্রমের জোরে এই জাতকরা তা অর্জন করেছে। নিজের ভারসাম্যের ওপর ১০০ শতাংশ নিয়ন্ত্রণ রাখে তুলা রাশির জাতকরা। এর মাধ্যমে অন্যের মস্তিষ্কের ভিতরে প্রবেশ করে যেতে পারেন। তাঁদের চিন্তাভাবনা কী ভাবে কাজ করে তা বোঝার চেষ্টা করেন। মুদ্রার দুই পিঠই বিচার করে থাকেন তুলা রাশির জাতকরা। এই জাতকদের মস্তিষ্ক আয়নার মতো, চমৎকার ভাবে কাজ করতে পারে। লক্ষ্যে অবিচল স্বভাব ও একাগ্রতার জোরে যে কোনও পরিস্থিতির মোড় নিজের দিকে ঘুরিয়ে নিতে পারেন এই রাশির জাতকরা।
বৃশ্চিক রাশি: আলোক দৃষ্টি বা অন্তর্দশর্ন
অন্য় জগতের প্রাণী আপনি। আপনার পূর্বপুরুষরা আপনার মধ্যে দিয়েই বেঁচে রয়েছেন। আধ্যাত্মিক ক্ষমতা লাভ করেছেন আপনি। কিন্তু এই ক্ষমতার সঙ্গে সঙ্গে দায়িত্ব আসে। সমস্ত কিছু দেখতে পান বৃশ্চিক রাশির জাতকরা। তাই এই জাতকদের সঙ্গে খেলার করার ভুল কেউ করবে না। আপনার আশপাশের লোকেরা কিছু বুঝে উঠতে পারার আগেই আপনি নিজের কাজ সেরে ফেলেন। জটিল ও সমস্ত কিছু গ্রহণ করার শক্তি রয়েছে এই রাশির জাতকদের মধ্যে। এ কারণে পরিস্থিতি যা-ই হোক না-কেন, যা চাইছেন, তা হাসিল করার হিম্মতও দেখাতে পারেন এঁরা।
ধনু রাশি: টেলিপোর্টেশান
মুহূর্তের মধ্যে স্থান পরিবর্তন করে ফেলতে পারেন এই রাশির জাতকরা। ধনু জাতকদের খুব বেশিক্ষণ এক জায়গায় আটকে রাখা যায় না। এঁদের উৎসাহ ও আশাবাদী স্বভাব ছোঁয়াচে। এঁদের ধারে-কাছে এলেই আপনাদের মধ্যেও এই প্রবণতা দেখা দেবে। আজ এখানে, তো কাল সেখানেই-- এ ভাবেই চটপট স্থান পাল্টাতে থাকেন এঁরা। যে কোনও সময় পৃথিবীর যে কোনও কোণে পৌঁছে যেতে পারেন ধনু জাতকরা। শুধুই কী পৃথিবী? ব্রহ্মাণ্ড ঘুরে দেখার, তারাদের কাছে যাওয়ার তীব্র আকাঙ্খা থাকে এঁদের মধ্যে। স্বপ্নের পিছনে ছুটে বেড়ান। মাঝেমধ্যেই ভাবেন যে ডানা থাকলে দূরে কোথাও উড়ে চলে যেতেন।
মকর রাশি: অদৃশ্যতা
এই রাশির জাতকরাই 'ইনভিসিবল ম্য়ান'। প্রায়ই অদৃশ্য থাকেন এঁরা। অত্যন্ত গম্ভীর ও কড়া ধাতের মানুষ হন মকর রাশির জাতকরা। আসলে এই জাতকদের মনের মধ্যে অনেক কিছু চলতে থাকে। সারা জীবনের জন্য একটি মিশানে নেমেছেন। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও, লক্ষ্য থেকে এঁদের কেউ টলাতে পারবে না। এ জন্য এঁরা নিজের অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগান। আশপাশে যা-ই ঘটুক না-কেন, নিজের কাজে এত মগ্ন থাকেন যে, এঁদের কেউ দেখতে পায় না বা এঁরাও কারও কোনও বিষয় নাক গলান না। এ ভাবেই ধীরে ধীরে নিজের বিরোধীদেরও সাইড করে দেন মকর জাতকরা।
কুম্ভ রাশি: চিন্তাভাবনা নিয়ন্ত্রণ
সামাজিক বিপ্লবী আপনি, তবে আপনার মনে মানবিকতার ছোঁয়াও রয়েছে। আপনার বুদ্ধিমত্তা ও প্রগতিশীল মন-- এই দুই মিলে আপনাকে করে তুলেছে সমস্ত রাশির মধ্যে জিনিয়াস। যে কোনও বিষয়ের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখেন আপনি। এই রাশির জাতকদের সহজে ছোঁয়াও যায় না। নিজের দক্ষতা ও বুদ্ধিমত্তার জোরে সহজেই আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন এঁরা।
মীন রাশি: অ্যাস্ট্রাল প্রোজেকশান
স্বপ্ন দেখতে খুব ভালোবাসেন আপনি। আপনার মধ্যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সমাহিত। 'অনন্ত' বলে যে কিছু আছে, তা আপনার প্রাণশক্তিই প্রমাণ করে থাকে। পৃথিবী ও অনন্তের মধ্যের সীমানা আপনি মুছে ফেলতে পারেন। অনন্ত জগত চেনার পথে পা বাড়াতে পারেন মীন রাশির জাতকরা। যোগ্যতা ও আবেগের ওপর ভর করে এঁরা যে কোনও স্বপ্ন, যে কোনও ইলিউশান গড়ে তুলতে পারেন। তবে এমন করা সহজ নয়। এর জন্য মীন জাতকদের নিজের গভীরে ঝাঁপ দিয়ে শক্তিশালী ইলিউশান গড়ে তোলার জন্য শক্তি সঞ্চয় করে আনতে হয়।
Post a Comment