প্রেমের সম্পর্কে কার সঙ্গে কেমন বৃশ্চিকের জাতকরা? জেনে নিন

 


ODD বাংলা ডেস্ক: Scorpio অর্থাত্‍ বৃশ্চিক রাশির জাতকরা কোন কোন রাশির জাতকদের সঙ্গে প্রেমের সম্পর্কে আদর্শ জুটি বাঁধেন, তা নিয়েই আলোচনা করা হল এখানে। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল হন বৃশ্চিক রাশির জাতকরা। এরা সঙ্গীর খেয়াল রাখেন এবং এদের নিজেদের স্বার্থের সংঘাত না লাগা পর্যন্ত বৃশ্চিক রাশির জাতকরা সঙ্গী হিসেবে খুবই ভালো। এদের কেউ ধোকা দিলে তা একদমই বরদাস্ত করতে পারেন না বৃশ্চিক রাশির জাতকরা। জেনে নিন বিভিন্ন রাশির জাতকদের সঙ্গে বৃশ্চিকের Love Compatibility ঠিক কেমন।


বৃশ্চিক ও মেষের জুটি


জুটি হিসেবে এরা ভালোই। উভয়েরই নিজস্ব ব্যক্তিত্ব থাকে। একে অন্যের প্রতি আস্থা ও বিশ্বাস থাকে। হালকা মানসিকতার মেষের সঙ্গে সিরিয়াস প্রকৃতির বৃশ্চিকের মনের মিল হয়। তবে বৃশ্চিকের নিয়ন্ত্রণ করার চেষ্টার ফলে দুজনের মধ্যে সম্পর্কে ফাটল আসতে পারে।


বৃশ্চিক ও বৃষের জুটি


জুটি হিসেবে এরা খুবই ভালো। এদের আদর্শ ও চিন্তাভাবনা এক ধরনের। এদের মধ্যে ঝামেলা কমই হয়। এরা একসঙ্গে জীবনের আনন্দ খুঁজে পান।


বৃশ্চিক ও মিথুনের জুটি


এই দুই রাশির সম্পর্কে কাজ করে আবেগ। তবে এরা নিজেদের অনুভূতির প্রতি সত্‍ থাকেন না অনেক সময়। শারীরিক সম্পর্কেও পরস্পরের প্রতি প্রবল আকর্ষণ বোধ করেন এরা।


বৃশ্চিক ও কর্কটের জুটি


কখনও প্রবল ভালোবাসা, আবার কখনও প্রচণ্ড ঝগড়ায় জড়িয়ে পড়েন এই দুটি রাশি। তবে এরা পরস্পরের অনুভূতি খুব ভালো বোঝেন। একে অন্যকে আরও একটু স্পেস দিলে সম্পর্ক আরও মজবুত হবে।



বৃশ্চিক ও সিংহের জুটি


এরা দুজনে একসঙ্গে সবকিছু অর্জন করতে পারেন। এরা জুটি বাঁধলে কোনও কিছুরই তোয়াক্কা করবেন না। তবে সম্পর্কে জড়ানোর পর প্রথম প্রথম নানা ঝামেলা হলেও আস্তে আস্তে সম্পর্কে স্থিরতা আসে।


বৃশ্চিক ও কন্যার জুটি


কন্যা রাশির শান্ত প্রকৃতির সংস্পর্শে এসে উগ্রতা কমে বৃশ্চিকেরও। দীর্ঘ সময় এদের সম্পর্কের চার্ম বজায় থাকে। তবে এরা উভয়েই উভয়ের জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। সেই নিয়ে সমস্যা দেখা দিতে পারে।


বৃশ্চিক ও তুলার জুটি


বৃশ্চিক ও তুলা রাশির জাতকদের সেরা জুটি বলা যেতে পারে। এরা পরস্পরকে তাঁদের দোষ-গুণ সমেত মেনে নেন। কোনও ভুল করলে পরস্পরকে ক্ষমা করে দিতেও এরা দেরি করেন না।


বৃশ্চিক ও বৃশ্চিকের জুটি



নিজেদের ভালোবাসার কথা স্পষ্ট ভাবে জানাতে পারেন না বৃশ্চিক রাশির জাতকরা। খুব একটা রোম্যান্টিকও হন না বৃশ্চিক রাশির জাতকরা। সেই কারণে বৃশ্চিক রাশির জাতকরা একসঙ্গে সাধারণত খুব একটা ভালো জুটি হন না। একে অন্যের সামাজিক বৃত্তেও খুব একটা ভালো ভাবে মিশতে পারেন না এরা।


বৃশ্চিক ও ধনুর জুটি


খুব একটা ভালো জুটি হন না বৃশ্চিক ও ধনু রাশিও। এদের দুজনের মানসিকতা ও ধ্যান-ধারণা পরস্পরের থেকে একেবারেই আলাদা। এই দুজনের সম্পর্কে প্রেম ক্রমশ কমতে থাকে এবং বিয়ে বেশিদিন টেকে না।


বৃশ্চিক ও মকরের জুটি


সম্পর্কের শুরুতে পরস্পরের প্রতি আকৃষ্ট থাকে বৃশ্চিক ও মকর রাশির জাতকরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে এদের মধ্যে মানসিক দূরত্ব বাড়তে থাকে। খুব একটা আবেগপ্রবণ হন না মকর রাশির জাতকরা। বৃশ্চিক রাশি আবার সঙ্গীর থেকে অনেক কিছু আশা করেন। তাই এদের মধ্যে সম্পর্কের টান ধীরে ধীরে কমতে থাকে।


বৃশ্চিক ও কুম্ভের জুটি


জুটি হিসেবে দুর্দান্ত বৃশ্চিক ও কুম্ভ রাশির জাতকরা। এরা পরস্পরের প্রতি আকর্ষণ অনুভব করেন। একে অন্যের পাশে দাঁড়িয়ে এরা অনেক অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন।



বৃশ্চিক ও মীনের জুটি


শুরুতে যথেষ্ট প্রেম থাকলেও ধীরে ধীরে একে অন্যের প্রতি আকর্ষণ হারান বৃশ্চিক ও মীন রাশির জাতকরা। সাধারণত এদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় না। আসলে প্রেম সম্পর্কে এই দুই রাশির ধারণা অনেকটাই আলাদা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.