জমি না দেওয়ার মহাপণ নারীর, বাধ্য হয়ে বাড়ির দুপাশ ধরে বানাতে হলো মহাসড়ক

 


ODD বাংলা ডেস্ক: মহাসড়ক তৈরির জন্য বাড়ির জমি অধিগ্রহণ করতে চেয়েছিল সরকার। কিন্তু বাড়ির মালিক নারী তা-তে রাজি হননি।


এরপর ক্ষতিপূরণের অঙ্ক কয়েক দফা বাড়ালেও মন গলেনি বাড়ির মালিকের। অবশেষে বাধ্য হয়ে তার বাড়ির দুইপাশ ঘিরে সড়ক তৈরি করল প্রশাসন।


এ ঘটনা ঘটেছে চিনের গুয়ারঝাউ শহরে। সেখানে একটি ফ্লাইওভার তৈরির পরিকল্পনা করেছিল সরকার। জমি অধিগ্রহণের জন্য সবাই ক্ষতিপূরণ নিয়ে জায়গা ছাড়তে রাজি হলেও জেদ ধরে বসেন ওই নারী।


চীনের সরকারের বিরুদ্ধে এ নিয়ে গত ১০ বছর লড়াই চালিয়েছেন তিনি। শেষে তার কাছে হার মানে সরকার। ৪৩০ বর্গফুটের ছোট্ট ওই বাড়িটিকে ঘিরে দু'পাশ দিয়েই তৈরি হয় ফ্লাইওভারের সড়ক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.