রাশি মেনে রুদ্রাক্ষ ধারণে বাড়বে সুখ-সমৃদ্ধি, জানাচ্ছে জ্যোতিষ শাস্ত্র

 


ODD বাংলা ডেস্ক: Mahadev -এর অশ্রু থেকে রুদ্রাক্ষের উৎপত্তি। এ কারণে রুদ্রাক্ষকে শিবের অংশ মনে করা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী, রুদ্রাক্ষ ধারণ করলে শিবের আশীর্বাদ লাভ করা যায় এবং জাতকের জীবনের নানান সমস্যার সমাধান হয়। শিবের পুজোয় রুদ্রাক্ষকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। নানান পুরাণে রুদ্রাক্ষের মহিমা বর্ণিত রয়েছে। তাই শিবের আশীর্বাদ পাওয়ার উৎকৃষ্ট উপায় হল রুদ্রাক্ষ ধারণ করা।


শুধু শিবই নয়। বরং বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ বিভিন্ন দেবী-দেবতা ও গ্রহের সঙ্গে সম্পর্ক যুক্ত। আবার রুদ্রাক্ষ ধারণের আগে প্রাণ প্রতিষ্ঠা করানো অত্যন্ত জরুরি। আপনার রাশি অনুযায়ী কোন রুদ্রাক্ষ ধারণ করবেন, জেনে নিন।



মেষ রাশি


জ্যোতিষ শাস্ত্র মতে মেষ রাশির জাতকদের একমুখী, তিন বা পাঁচ মুখী রুদ্রাক্ষ ধারণ করা শুভ।


বৃষ রাশি


জীবনে শুভ ফলাফল লাভ করার জন্য চার, ছয়, চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করুন বৃষ রাশির জাতকরা।


মিথুন রাশি


চার, পাঁচ ও তেরোমুখী রুদ্রাক্ষে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে মিথুন রাশির জাতকরা যদি এটি ধারণ করেন তা হলে তাঁদের সৌভাগ্য প্রাপ্তি ঘটবে।


রাশি অনুযায়ী আপনি কোন রুদ্রাক্ষ ধারণ করবেন, জেনে নিন।


কর্কট রাশি


জ্যোতিষ মতে, কর্কট রাশির জাতকদের জন্য তিন, পাঁচ অথবা গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করা শুভ হবে।


সিংহ রাশি


এই রাশির জাতকদের এক, তিন, পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করার পরামর্শ দিচ্ছে জ্যোতিষ শাস্ত্র।


কন্যা রাশি


রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। জীবনে ইতিবাচক ফলাফল লাভ করতে চাইলে চার, পাঁচ, তেরোমুখী ধারণ করতে পারেন।


তুলা রাশি


জ্যোতিষ মতে তুলা রাশির জাতকদের জন্য চার, ছয়, চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করাই শুভ হবে।


বৃশ্চিক রাশি


জীবনে সুখ-সমৃদ্ধি লাভের কামনা করে থাকলে বৃশ্চিক রাশির জাতকদের তিন, পাঁচ অথবা গৌরী-শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এর ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি স্থায়িত্ব লাভ করে।


রাশি অনুযায়ী আপনি কোন রুদ্রাক্ষ ধারণ করবেন, জেনে নিন।

ধনু রাশি


একমুখী, তিনমুখী বা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করা ধনু রাশির জাতকদের পক্ষে উপযুক্ত। ধনু জাতকরা এই রুদ্রাক্ষ তিনটির মধ্যে কোনও একটি ধারণ করলে শুভ ফলাফল লাভ করতে পারেন।


মকর রাশি


শিবের আশীর্বাদ লাভের কামনা করে থাকলে মকর রাশির জাতকদের চার, ছয় বা চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করাই শুভ হবে।


কুম্ভ রাশি


জ্যোতিষ শাস্ত্রে কুম্ভ রাশির জাতকদের চার, ছয় বা চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।


মীন রাশি


রাশি চক্রের এই শেষ রাশির জাতকরা জীবনে সুখ-শান্তি বজায় রাখার জন্য তিনমুখী, পাঁচমুখী বা গৌরী-শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করলে সুফল পাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.