অর্থলাভ, বিদেশ-যাত্রার যোগ! অগাস্ট কেমন কাটবে বৃশ্চিকের জাতকদের?
ODD বাংলা ডেস্ক: বৃশ্চিক রাশির জাতকদের অগাস্ট মাস কেমন কাটতে চলেছে তা দেখে নিন এখানে। অগাস্ট মাসে গ্রহের অবস্থানে বড়ে বদল আসতে চলেছে। বুধ, বৃহস্পতি ও শুক্র অগাস্টে নিজের অবস্থান পরিবর্তন করবে। তার মধ্যে অগাস্টেও নিজের বক্রী চলন বজায় রাখবে বৃহস্পতি। এর পাশাপাশি অগাস্ট মাসে তিনটি বড় ধর্মীয় অনুষ্ঠান হতে চলেছে। অগাস্টে রাখি, জন্মাষ্টমী ও গণেশ চকুর্থী পালিত হবে। এই সবের প্রভাব পড়তে চলেছে বিভিন্ন রাশির জাতকদের উপর। এখন আমরা দেখে নেব জ্যোতিষ গণনা অনুসারে বৃশ্চিক রাশির জাতকদের অগাস্ট মাস বিভিন্ন ক্ষেত্রে কেমন কাটতে চলেছে। জ্যোতিষীরা জানাচ্ছেন যে অগাস্ট মাস মোটের উপর বেশ ভালোই কাটতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের। এই মাসে নানা দিকে সাফল্য পেতে চলেছেন এরা। জীবনে সুখ-শান্তি বাড়বে। জেনে বৃশ্চিক রাশির জাতকদের অগাস্ট মাসের রাশিফল
কেরিয়ার
আগামী মাসের প্রথমার্ধে কেরিয়ারের দিক থেকে অনেক ঘটনা ঘটতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে। আপনার দশম ঘরের অধিপতি সূর্য নবম ঘরে শুক্রের সঙ্গে যুতি করবে। এর ফলে বহুজাতিক সংস্থায় যাঁরা কর্মরত, অথবা বিদেশি ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা বিশেষ ভাবে লাভবান হতে পারেন। যাঁরা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান, তাঁদের জন্যও সময়টা উপকারী। কম পরিশ্রম করে বেশি সাফল্য পাবেন। তবে মঙ্গলের প্রভাবে কর্মক্ষেত্রে কিছু কিছু ঝামেলার মুখে পড়তে পারেন। নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখুন, না হলে সমস্যায় পড়বেন। বিশেষ করে মাসের শেষ ১৫ দিন আপনার জন্য সমস্যা নিয়ে আসতে পারে।
অর্থ
আর্থিক ভাবেও অগাস্ট মাসে দারুণ লাভবান হতে চলেছে বৃশ্চিক রাশির জাতকরা। আপনি ভাবতেও পারেননি, এমন কোনও সূত্র থেকে অর্থলাভ করতে পারবেন। এর ফলে বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক স্থিতি অনেকটাই উন্নত হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা এই সময় আপনি ফেরত পেতে পারেন। যাঁরা ব্যবসা করেন, তাঁরা এই সময় তাঁদের অনকদিনের আটকে থাকা টাকা ফেরত পাবেন। ব্যবসায় অগাস্ট মাসে ভালো লাভ হওয়ার যোগ আছে বৃশ্চিক রাশির জাতকদের। তবে এই সময় কাউকে টাকা ধার দেবেন না, বা কারোর থেকে টাকা নেবেন না।
স্বাস্থ্য
স্বাস্থ্যের কারণে আগামী মাসে কিছুটা উদ্বেগ বাড়তে পারে বৃশ্চিক রাশির জাতকদের। বৃশ্চিকের ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল রাহুর সঙ্গে যুতি সৃষ্টি করে আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। অগাস্টে মানসিক চাপ বাড়ার আশঙ্কা রয়েছে বৃশ্চিক রাশির জাতকদের। রক্তের নানা সমস্যাও এই মাসে আপনাকে ভোগাবে। তাই আপনি বৃশ্চিক রাশির জাতক হলে অগাস্টে নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন এবং প্রয়োজন মনে করলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিন। পাশাপাশি এই মাসে জয়েন্টের ব্যাথা কাবু করতে পারে আপনাকে।
প্রেম ও পরিবার
বৃশ্চিক রাশির প্রেমিক প্রেমিকাদের জন্য দারুণ শুভ হতে চলেছে অগাস্ট মাস। সঙ্গীর সঙ্গে সম্পর্কের টান ও উষ্ণতা বাড়বে। দুজনের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও বোছাপড়াও বাড়বে। ছোটখাটো ইস্যুতে কোনও ভুল বোঝাবুঝি হলেও তা বড় আকার নেবে না কখনোই। বৃশ্চিক রাশির বিবাহিতরাও অগাস্ট মাস বেশ আনন্দ করেই কাটাবেন। স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাটো সমস্যা এই মাসে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকেও সামনে শুভ সময় বৃশ্চিক রাশির জাতকদের। পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে। সন্তানের দিক থেকে কোনও সুখবর পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ির প্রবীণ সদস্যদের আশীর্বাদ ও সহযোগিতা পেতে পারেন। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে।
পরামর্শ
যদিও মোটের উপর অগাস্ট মাস বেশ ভালোই কাটতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের, তবু স্বাস্থ্য নিয়ে কোনও কোনও সমস্যার মুখে তাঁরা পড়তে পারেন। জ্যোতিষমতে কয়েকটি টোটকা মেনে চললে জীবনের সব সংকট থেকে মুক্তি পেতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। গ্রহের অশুভ প্রভাব কাটাতে অগাস্ট মাসে বৃশ্চিক রাশির জাতকদের কী কী কাজ করা উচিত জ্যোতিষবিদদের সেই পরামর্শ তুলে ধরা হল এখানে।
* বৃশ্চিক রাশির জাতকদের অগাস্ট মাসের প্রতিদিন হনুমান চালিশা পাঠ করা উচিত। এতে বজরংবলীর কৃপা বজায় থাকবে আপনার উপর।
* অগাস্ট মাসে গ্রহের অশুভ দশা কাটাতে বৃশ্চিক রাশির জাতকরা প্রতি মঙ্গলবার সুন্দরখণ্ড পাঠ করুন।
* প্রতি বুধবার সন্ধ্য়েয় বৃশ্চিক রাশির জাতকরা কালো তিল দান করলে বিশেষ উপকার লাভ করবেন।
* অগাস্ট মাসে বৃশ্চিক রাশির জাতকরা প্রতি শনিবার নীল শনি স্তোত্র পাঠ করুন। এতে আপনার উপর থেকে সব অশুভ দশা কেটে যাবে।
Post a Comment