ভোলায় ভেসে আসা বিদেশি জাহাজে কোটি টাকার সম্পদ, কী কী আছে এতে

 


ODD বাংলা ডেস্ক: ভুতুড়ে জাহাজ নিয়ে বই-সিনেমা কম হয়নি। ২০২০ সালে বলিউড তারকা ভিকি কৌশল একটি সিনেমায় অভিনয় করেছেন; সেটির গল্পও ছিল ভেসে আসা একটি ভুতুড়ে জাহাজের নিয়ে। এর পর হলিউডেও এমন কয়েকটি সিনেমা নির্মিত হয়েছে। আর এর মধ্যেই খোঁজ পাওয়া গেল সত্যিকারের ‘ভুতুড়ে’ জাহাজের! আর সেটা বাংলাদেশেই!

সম্প্রতি বঙ্গোপসাগর মোহনায় ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরের কাছে একটি বিদেশি বিশাল জাহাজ ভেসে এসেছে। যদিও জাহাজটি ছিল একেবারেই জনমানবহীন।


জানা গেছে, কার্গো জাহাজটির নাম ‘আলকুবতান’। এ নিয়ে স্থানীয় ব্যক্তিদের মধ্যে বেশ কৌতূহল দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে চরনিজামের পূর্বপাশে বঙ্গোপসাগরে বিদেশি জাহাজ আল কুবতান ভাসতে দেখে স্থানীয়রা। এর পরই এটি নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।


বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জোয়ারে সাগর থেকে একটি বড় পন্টুনের মতো  বিদেশি নৌযান ভাসতে ভাসতে মেঘনা মোহনার চর নিজামের কাছে চলে আসে। এরপর দুপুর ২টায় ভাটার সময় নৌযানটি ডুবে চরে আটকে যায়। তবে তখন বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যেতে পারেনি স্থানীয় প্রশাসন।


নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। জাহাজটিতে পাথরবোঝাই। একটি ভেকু মেশিন, পাথর ভাঙার মেশিন ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়।


চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান জানান, ভেসে আসা নৌযানটি মধ্যপ্রাচ্যের হতে পারে। গায়ে 'অলকুবতান' লেখা রয়েছে বলে তিনি শুনেছেন। পুলিশ ও কোস্টগার্ডকে বিষয় দেখার জন্য বলা হয়েছে।


চর নিজামের সামছুদ্দিন নামের এক ব্যক্তির ফেসবুক পোস্টে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, কিছু মালামালসহ পন্টুনের মতো একটি যান আটকে আছে। চরের মানুষ ঘুরে ঘুরে তা দেখছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.