চার বছরের শিশুর অবিশ্বাস্য স্কেটবোর্ডিংয়ের ভিডিও, মুহূর্তের মধ্যে হল ভাইরাল

 


ODD বাংলা ডেস্ক: কথায় আছে, একটি শিশু ছোটবেলায় একটা মাটির দলার মতো থাকে।


সেই মাটির দলা দিয়ে আপনি যা বানাবেন সে তাই তৈরি হবে। শিশুরা যে কোনও জিনিস খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। সে ভালই হোক বা খারাপ। তেমনই রাশিয়ার মস্কোতে এক চার বছরের শিশুকে দেখা গেল স্কেটবোর্ডিং করতে। অত্যন্ত দক্ষতার সঙ্গে সে স্কেটবোর্ডিং করে চলেছে। শিশুটির নাম মিশা।

এই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এখনও অবধি তার ভিডিওর ভিউয়ার সংখ্যা ২ লক্ষ ১৫ হাজার।

চার বছরের বাচ্চার অবিশ্বাস্য প্রতিভা দেখে নেট দুনিয়ায় হইচই পড়ে যায়। তার ওই ভিডিওটিতে আরও অনেক স্কেটবোর্ডার দেখা গেলেও ওই খুদে তার প্রতিভার জোরেই রাতারাতি বিখ্যাত হয়ে গেছে।



স্কেটবোর্ডিং শিখতে অত্যন্ত ধৈর্যের প্রয়োজন। শিশুটির ভিডিও থেকে বোঝাই যাচ্ছে, সে কোনও প্রশিক্ষকের থেকে সঠিক প্রশিক্ষণ নিয়েই এই অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী হয়েছে। ভিডিওটি দেখে বহু মানুষ তাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। এক ব্যক্তি ইনস্টাগ্রামে মন্তব্য করে লিখেছেন, বাচ্চাটির মধ্যে যে আত্মবিশ্বাস দেখা যাচ্ছে সেটা তার পরিবার থেকেই তার মধ্যে এসেছে। পরিবারের সহযোগিতা, অবদান ছাড়া এত অল্প বয়সে সফলতা পাওয়া সম্ভব নয়।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.