আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ফেলা হল 78 কেজি নোংরা! কারণ কী?

 


ODD বাংলা ডেস্ক: International Space Station (ISS) থেকে ফেলা হল প্রায় 78 কেজি ওজনের বর্জ্য। কারণ সেই সময় চলছিল বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি ( Waste Management Technology)-র পরীক্ষা চলছিল। সেইসময় ওই বিপুল পরিমাণ বর্জ্য ফেলা হয়।


ISS এর বাণিজ্যিক Bishop Airlock থেকে ওই নোংরা ফেলা হয় বলে জানা গেছে। এই প্রথম এই ধরনের কোনও বর্জ্য ফেলা হল। দীর্ঘদিন ধরেই এই প্রযুক্তির পরীক্ষা করা হয়েছে। এবার ওই প্রযুক্তির প্রয়োগ করা হল। ISS এর বেশ কিছু কাজের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। ওই সংস্থার নাম Nanorocks। তাদের তরফে নোংরা নিক্ষেপ করা হয়েছে।


Nanorocks এর তরফে এই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, "ISS থেকে যত বর্জ্য রয়েছে সেগুলি পরিষ্কার করার জন্য এই প্রযুক্তি অত্যন্ত কার্যকরী। আগামী দিনে বাণিজ্যিকভাবেও এই প্রযুক্তির ব্যবহার করা হবে।"


এতদিন পর্যন্ত যাঁরা মহাকাশে যেতেন তাঁরা বিভিন্ন বর্জ্য পদার্থ মহাকাশে জমিয়ে রাখতেন। এবং সেগুলি নির্দিষ্ট সময় অন্তর অন্তর সিগনাস কার্গো গাড়িতে করে ফেরত পাঠাতেন। এর ফলে প্রাথমিক মিশন শেষ করে যখন ওই সিগনাস মহাকাশ থেকে ডি-অর্বিট হত তখন সেটি পৃথিবীর বায়ুমণ্ডলে পুণরায় প্রবেশের সময় ওই মহাকাশযানটি পুরে যেত।


Nanorocks এর CEO Dr. Amela Wilson জানিয়েছেন, এটা প্রথম পদক্ষেপ হলেও ISS থেকে বর্জ্য নষ্ট করার অপারেশনের সূচনা হল এই ভাবেই। এর সঙ্গে তিনি আরও জানিয়েছেন, এর সঙ্গে পুরো কাজটি আগামী দিনে আরও সফলভাবে করতে পারবেন।


নতুন যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেই বর্জ্য পাত্রটি বিশেষ ভাবে ডিজ়াইন করা হয়েছে। এটি মূলত বিশপ এয়ারলকের মধ্যে বসানো থাকে। এর মধ্যে সর্বাধিক 600 পাউন্ড পর্যন্ত বর্জ্য ভরা যেতে পারে বলে জানা গেছে। এরপর ওই বর্জ্য ব্যাগটিকে মহাকাশ থেকে ছেড়ে দেওয়া হয়।


এই সংক্রান্ত একটি ভিডিয়ো প্রকাশ হয়েছে। তাতে দেখা গেছে বর্জ্য ফেলার প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হচ্ছে। Voyager Space এর তরফে এই সংক্রান্ত ওই ভিডিয়োটি টুইট করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.