মধ্যবিত্তের জন্য নতুন SUV আনল মারুতি, দাম সাধ্যের মধ্যেই



 ODD বাংলা ডেস্ক: অবশেষে বাজারে এল দ্বিতীয় প্রজন্মের Maruti Suzuki Brezza। নতুন মডেলে একগুচ্ছ নতুন ফিচার যোগ করেছে মারুতি। এছাড়াও এই গাড়ির ডিজাইন ঢেলে সাজানো হয়েছে। নাম থেকে বাদ গিয়েছে Vitara। এবার শুধু Brezza নামে এই গাড়ি বিক্রি করবে Maruti Suzuki। 7.99 লাখ টাকা (এক্স শো-রুম) থেকে এই গাড়ির দাম শুরু হচ্ছে। টপ ভেরিয়েন্টে এই বাইক কিনতে খরচ হবে 13.96 লাখ টাকা (এক্স শো-রুম)।


সেরা ইলেক্ট্রনিক্স প্রোডাক্টে পাবেন 50% ছাড়

নতুন সাবকম্প্যাক্ট SUV-তে ব্যবহার হচ্ছে সম্পূর্ণ নতুন ডিজাইন। থাকছে সম্পূর্ণ নতুন ক্রোম গ্রিল, ডুয়াল পড LED হেডল্যাম্প, র‍্যাপঅ্যারাউন্ড LED টেল লাইট। এই গাড়ির টেলগেটের ডিজাইন ঢেলে সাজানো হয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে নতুন বাম্পার।



নতুন Brezzza-র কেবিনে থাকছে ডুয়াল টোন ফিনিশ। নতুন ভার্সনে ডুয়াল পড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দিয়েছে Maruti Suzuki। মাঝে থাকছে একটি পৃথক ইউনিট। এছাড়াও একটি হেডস আপ ডিসপ্লে দিয়েছে সংস্থাটি। থাকছে একটি মাল্টি ফাংশন ফ্ল্যাট বটম স্ট্রিয়ারিং হুইল। এছাড়াও কেবিনে যুক্ত হয়েছে একটি নতুন টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ডিসপ্লে। সেখানে কোম্পানির SmartPlay Pro+ প্রযুক্তি ব্যবহার হয়েছে। যা ব্যবহার করে কানেকটেড কার ফিচার ব্যবহার করা যাবে। এছাড়াও নতুন Brezza-তে থাকছে 360 ডিগ্রি ক্যামেরা, ইলেকট্রিক সানরুফ, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস ফোন চার্জিং সহ আরও অনেক প্রিমিয়াম ফিচার। মোট ছ’টি রঙে এই SUV বিক্রি হবে। এর মধ্যে তিনটি ডুয়াল টোন ফিনিশ থাকবে।


ঝলক প্রকাশ করে নতুন Maruti Suzuki Brezza বুকিং শুরু, খরচ কত?

2022 Maruti Suzuki Brezza -তে থাকছে নতুন জেনারেশনের 1.5 লিটার K সিরিজ ডুয়াল জেট পেট্রল ইঞ্জিন। লেটেস্ট জেনারেশনের Ertiga-তেও এই ইঞ্জিন ব্যবহার হয়েছে। এই ইঞ্জিনে 102 bhp শক্তি ও 135 Nm টর্ক পাওয়া যাবে। এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এই ইঞ্জিনে মাইল্ড হাইব্রিড সিস্টেম ব্যবহার করেছে Maruti Suzuki। ইঞ্জিনের সঙ্গে থাকছে একটি 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। এছাড়াও প্যাডেল শিফটারের সঙ্গে 6 স্পিড টর্ক কনভার্টার সহ এই গাড়ি কেনা যাবে। আগে 4 স্পিড অটোমেটিক ভার্সনে এই SUV বিক্রি হত যা এখন আর পাওয়া যাবে না।


স্টাইল ও ফিচারে বড়সড় আপডেট! মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই হাজির নতুন Hyundai Venue

ভারতে Hyundai Venue, Kia Sonet, Renault Kiger, Mahindra XUV300, Nissan Magnite-এর মতো গাড়িগুলির সামনে সরাসরি প্রতিযোগিতার সম্মুখীন হবে নতুন Maruti Suzuki Brezza। এছাড়াও এই সেগমেন্টে সেরা পারফর্মার Tata Nexon কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে এই গাড়ি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে বুকিং শুরুর 8 দিনের মধ্যে 45,000 বুকিং জমা পড়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.