দাম্পত্য কলহ দূর করতে মেনে চলুন জলের টোটকা, জ্যোতিষ উপায় সমস্যা থেকে মুক্তি মিলবে
ODD বাংলা ডেস্ক: শাস্ত্রে রয়েছে সকল সমস্যা থেকে মুক্তির উপায়। জ্যোতিষ উপায় মেনে চললে যেমন আর্থিক জটিলতা থেকে মুক্তি পেতে পারেন তেমনই সকল পারিবারিক বিবাদ থেকে নিষ্পত্তি মেলে। এরই সঙ্গে দূর করা সম্ভব দাম্পত্য কলহ। আজ রইল এক বিশেষ টিপস। দাম্পত্য কলহ দূর করতে মেনে চলুন এই টোটকা।
দাম্পত্য জীবন সুখের হোক তা সকলেরই কাম্য। দাম্পত্য জীবন সুখের করতে সকলে কত কী করে থাকেন। নানান ত্যাগ, মানিয়ে চলার মধ্যে দিয়ে পার করতে হয় সকলকে। তেমনই দাম্পত্য জীবন সুখের করতে অনেকে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেন। এই সবের পরেও যে সব দাম্পত্য জীবন সুখের হয় এমন নয়। নানা কারণে দাম্পত্য কলহ লেগেই থাকে। এই সকল কলহ দূর করে মেনে চলতে পারেন জ্যোতিষ টোটকা। শাস্ত্রে রয়েছে সকল সমস্যা থেকে মুক্তির উপায়। জ্যোতিষ উপায় মেনে চললে যেমন আর্থিক জটিলতা থেকে মুক্তি পেতে পারেন তেমনই সকল পারিবারিক বিবাদ থেকে নিষ্পত্তি মেলে। এরই সঙ্গে দূর করা সম্ভব দাম্পত্য কলহ। আজ রইল এক বিশেষ টিপস। দাম্পত্য কলহ দূর করতে মেনে চলুন এই টোটকা।
শাস্ত্র মতে, জলের গুণে দূর হবে দাম্পত্য কলহ। দাম্পত্য কলহ দূর করতে বৃষ্টির জলের টোটকা মেনে চলুন। একটি গ্লাস বৃষ্টির জবে ভরে নিন। এরপর সেই গ্লাস শোওয়ার ঘরে রাখুন। এতে স্বামী স্ত্রী দাম্পত্য কলহ দূর হবে। শাস্ত্র মতে, বৃষ্টি জল গ্লাসে ভরে রাখলে সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
এছাড়াও, শোওয়ার ঘরে আয়না রাখবেন না। এতে দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে। কাঁচের আয়না থেকে এক ধরনের তরঙ্গ তৈরি হয়। এই তরঙ্গ সম্পর্কে খারাপ প্রভাব ফেলে। তাই ভুলেও রাখবেন না কাঁচের আয়না। একান্ত রাখতে হলে তা মাটি থেকে ২ ফুট উচ্চতায় রাখুন। আর এমন স্থানে রাখুন তা যেন খাটে থেকে দেখা না যায়। তেমনই শোওয়ার ঘরে কোনও ঠাকুরের ছবি রাখবেন না কিংবা শোওয়ার ঘরে মৃত ব্যক্তির ছবি রাখতে নেই। এতে সম্পর্কে খারাপ প্রভাব পড়ে। মেনে চলুন এই বিশেষ টোটকা। এতে সম্পর্কের উন্নতি ঘটবে। তাছাড়া, প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী-নারায়নের পুজো করুন। একে সম্পর্কের উন্নতি ঘটবে। মেনে চলুন এই কয়টি টোটকা। মিলবে উপকার।
শাস্ত্রে, সকল সমস্যা থেকে মুক্তির উপায় রয়েছে। আর্থিক অনটন, উন্নতিতে বাধা, পারিবারিক অনটন থেকে পারিবারিক কলহ এমনকী সম্পত্তি সংক্রান্ত বিবাদ, পড়াশোনায় উন্নতি করতে মেনে চলুন জ্যোতিষ টোটকা। তাছাড়া, দাম্পত্য কলহ দূর করতে মেনে চলুন এই বিশেষ টোটকা। জ্যোতিষ উপায় সহজে এই সমস্যা থেকে মুক্তি মিলবে।
Post a Comment