চওড়া কপাল, সুন্দর হাতের মেয়েরা সাক্ষাৎ লক্ষ্মী! ধন-সম্পত্তির মালিক হন এঁদের স্বামী

 




ODD বাংলা ডেস্ক: প্রতিটি ব্যক্তির মধ্যে কোনও না-কোনও বৈশিষ্ট্য বর্তমান। শারীরিক বা চারিত্রিক সমস্ত ধরনের বৈশিষ্ট্যই হতে পারে এগুলি। শাস্ত্র মতে ব্যক্তির শারীরিক গঠন তাঁদের সম্পর্কে অনেক কিছু জানিয়ে থাকে। তা দেখে বোঝা যায় যে, সেই জাতক বা জাতিকা ভাগ্যবান কি না। জ্যোতিষের আর একটি শাখা সুমদ্র শাস্ত্র শরীরের গঠনের ওপর ভিত্তি করে ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানিয়ে থাকে। বিশেষত মেয়েদের সম্পর্কে অনেক তথ্যই পাওয়া যায় সমুদ্র শাস্ত্রের মাধ্যমে। এই শাস্ত্রে মেয়েদের শরীরের এমন কিছু শারীরিক গঠনের উল্লেখ পাওয়া যায়, যা থাকলে সেই মেয়েরা নিজের স্বামীর জন্য সৌভাগ্যবান প্রমাণিত হন। লক্ষ্মীর রূপ মনে করা হয় এই মেয়েদের। এঁদের উপস্থিতির দরুণ স্বামী প্রচুর ধন-সম্পত্তির মালিক হতে পারেন। কোন কোন বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে, জেনে নিন--


চুল


সমুদ্র শাস্ত্র মতে যে মেয়েদের চুল লম্বা ও মোলায়েম, তাঁরা ভাগ্যবান হন। লক্ষ্য করেছেন নিশ্চয়ই দেবীর প্রতিমার চুল লম্বা ও মোলায়েম হয়। লম্বা ও রেশমি চুল আসলে শুভ ও সৌন্দর্যের প্রতীক হিসেবে স্বীকৃত।


নাভি


এই শাস্ত্র মতে, মহিলাদের নাভি বড়, গভীর এবং ডান দিকে মুড়ে থাকা অন্যতম শুভ লক্ষণ। মনে করা হয় এমন মহিলারা অর্থ ও সুখ লাভ করে। এঁদের সন্তান ভাগ্যও ভালো হয়।


মাথা


যে মেয়েদের মাথা বড়, কপাল চওড়া, তাঁদের ভাগ্যবান মনে করা হয়। চওড়া কপালের মেয়েরা যেখানেই যান, উন্নতি লাভ করেন। শুধু তাই নয়, এঁদের স্বামীর জীবনে প্রচুর উন্নতি লেখা থাকে।


হাত


সমুদ্র শাস্ত্র অনুযায়ী লম্বা, মাংসল, ভরাট হাতের মেয়েরা ভাগ্যশালী। হাতের আঙুল ও নখ লম্বা এবং সুন্দর হলে তাঁরা সমস্ত ধরনের সুখ-সৌভাগ্য ভোগ করেন। এমন মেয়ের সঙ্গে যাঁরা বিয়ে করবেন, তাঁরাও অত্যন্ত সুখী হন।


পা


পা লম্বা অথচ ছোট এবং মসৃণ হলে সেই মেয়েদের লক্ষ্মীর রূপ মনে করা হয়। যে মেয়েদের গোড়ালি বা পায়ের কোনও অংশ ফাটা থাকে না, তাঁরা ভাগ্যশালী হন। লক্ষ্মীর মতো পা থাকে যে মেয়েদের, তাঁরা যে পরিবারেই বিয়ে করে যান না-কেন, সুখ-সৌভাগ্যের কোনও অভাব হয় না।


কান


সমুদ্র শাস্ত্র মতে, মেয়েদের লম্বা কান তাঁদের দীর্ঘায়ুর দিকে ইঙ্গিত দেয়। যে মেয়েদের কাল লম্বা, কানের লতি সুন্দর তাঁরা জীবনে প্রচুর সুখ ও ঐশ্বর্য লাভ করতে পারেন। এমন মেয়েকে বিয়ে করলে স্বামীদেরও কপাল ফিরে যেতে পারে।


জঙ্ঘা


অন্য দিকে এই শাস্ত্র মতে, যে মেয়েদের জঙ্ঘা মাংসল এবং পুষ্ট তাঁদের অত্যন্ত সৌভাগ্যশালী মনে করা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী এঁদের জীবনে দুঃখ-কষ্ট খুব বেশি দিন টিকে থাকে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.