ভগিনী নিবেদিতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা, বিতর্কে বিধায়ক
ODD বাংলা ডেস্ক: রানি রাসমণির পর এবার ভগিনী নিবেদিতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন উত্তর ২৪ পরগনার বাগদার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস। এমন বক্তব্য সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। গতকাল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে তাঁকে ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করেন বাগদার বিধায়ক।এমন কথা বলে আদতে দলে পিছনের বেঞ্চ থেকে সামনে আসার চেষ্টা করছেন বিধায়ক, কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা বাগদার বিধায়কের দাবি, সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখেই ভগিনী নিবেদিতার সঙ্গে তাঁর তুলনা করেছেন তিনি।
Post a Comment