অবসরের পথে কয়েক হাজার বাস-ট্যাক্সি, গণপরিবহণের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রাজ্য


ODD বাংলা ডেস্ক: আগামী ৫ বছরে শহর কলকাতা ও হাওড়ায় কমবে বাণিজ্যিক গাড়ির সংখ্যা। ধাপে ধাপে অবসর নেবে ট্যাক্সি, বাস, মিনিবাস সহ একাধিক গাড়ি।  ফলে আগামী কয়েক বছরে কলকাতা সহ গোটা রাজ্যেই গণ পরিবহণের হাল হকিকত কী দাঁড়াবে, তা নিয়ে এখন থেকেই চিন্তায় পরিবহণ বিশেষজ্ঞরা৷একদিকে পরিবেশ দূষণ রোখা, অন্যদিকে সহজ, সস্তায় দ্রুত যাতায়াতের ব্যবস্থা করা৷ পরিকল্পনা তৈরিতে সাহায্য করছে খড়গপুর আইআইটি-র বিশেষজ্ঞরাও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.