করোনামুক্তির ৪ দিনের মধ্যে ফের আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট, রয়েছেন আইসোলেশনে


ODD বাংলা ডেস্ক: ফের করোনা আক্রান্ত আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মাত্র চারদিন আগেই করোনা মুক্ত হয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই এত অল্প সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ায় উঠছে প্রশ্ন। হোয়াইট হাউসের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, উপসর্গ না থাকলেও আইসোলেশনে রয়েছেন বাইডেন।যদিও নতুন করে চিকিৎসার প্রয়োজন নেই বলেই জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও কোননর। তিনি আরও জানিয়েছেন, “প্রেসিডেন্টের শরীরে কোনও উপসর্গ নেই। সুস্থই আছেন তিনি।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.