স্বাধীনতা দিবসে রক্তাক্ত আমেরিকা, মৃত ৬, আহত বহু
ODD বাংলা ডেস্ক: স্বাধীনতা দিবসে একেবারে উৎসবের মেজাজে ছিল আমেরিকা। সেই উদযাপনের আনন্দে পড়ল ভাঁটা। বন্দুকবাজের হামলায় ৬ জনের প্রাণ গেল শিকাগোতে। শিকাগোর হাইল্যান্ড পার্কে চলল এলোপাথাড়ি গুলি। গত ৪ জুলাই ছিল আমেরিকার স্বাধীনতা দিবস। আহত অন্তত ২৪ জন।শিকাগোর পুুলিস সূত্রে খবর,সোমবার সকাল ১০টায় শুরু হয় কুচকাওয়াজ। মিনিট দশেক পরেই স্থানীয় একটি দোকানের ওপর থেকে মুহুর্মুহু গুলি চালায় এক আততায়ী।
Post a Comment