ফিরছে পোলিও মহামারী? কলকাতার পর আমেরিকাতেও মিলল ভাইরাসের হদিশ
ODD বাংলা ডেস্ক: কোভিড, মাঙ্কিপক্স, মারবার্গের মতো একাধিক ভাইরাসের দাপটে জেরবার বিশ্ব।গোদের উপর বিষফোঁড়ার মতো ফিরছে পোলিও মহামারী?প্রায় এক দশক পর মার্কিন যুক্তরাষ্ট্রে মিলেছে পোলিওর জীবাণু।গত মাসে পোলিওর জীবাণু পাওয়া যায় কলকাতাতেও। ৮ বছর আগে ভারতকে পোলিও মুক্ত দেশ বলে ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আটের দশককে পোলিও মুক্ত হয়েছিল আমেরিকাও। তার এত বছর পর ফের সেই ভাইরাসের হদিশ বিশ্বের দু’প্রান্তে মেলায় নতুন করে ছড়াচ্ছে আতঙ্ক। পরিস্থিতি সামলাতে পোলিওর টিকাকরণে জোর দিতে বহু দেশকে ইতিমধ্যেই অনুরোধ জানিয়েছে হু।
Post a Comment