রীতি ভেঙে কালীপুজো নিয়ে লেকচার সিরিজের আয়োজন, ফের বিতর্কে বিশ্বভারতী


ODD বাংলা ডেস্ক: বিতর্ক যেন কিছুতেই বিশ্বভারতীর পিছু ছাড়ছে না। এবার কালীপুজো নিয়ে লেকচার সিরিজের আয়োজন করে প্রবল সমালোচনার মুখে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান। রাজনৈতিক স্বার্থে এই সিদ্ধান্ত? প্রশ্ন তুলেছেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর।প্রতিবারের মতোই এবারও লেকচার সিরিজের আয়োজন করেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৫ জুলাই হবে এই লেকচার সিরিজ। বিষয়, “কালীপুজোর ধারণা”। সেখানে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, অধ্যাপক, ছাত্র-ছাত্রীরা তো থাকবেনই। এছাড়া থাকবেন শ্রী শারদআত্মানন্দ মহারাজ। এই নির্দেশিকা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। কারণ, ব্রহ্ম ধর্ম পালন হয় বিশ্বভারতীতে। মূর্তি পুজোয় বিশ্বাসী নয় ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.