পার্থ-অর্পিতার ঘনিষ্ঠদের ব্যাঙ্ক লেনদেনে ও আয়কর রিটার্নের নথিতেও নজর


ODD বাংলা ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ‘কাছের মানুষেরা’ এ বার আসতে পারেন ইডির আতস কাচের নীচে। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এমনকি, আয়কর রিটার্নের তথ্যও ঘেঁটে দেখতে পারেন ইডির আধিকারিকরা। ইডি সূত্রে তেমনই খবর। সম্প্রতিই পার্থ-‘ঘনিষ্ঠ’ অর্পিতার ফ্ল্যাট থেকে একাধিক সংস্থার নথি উদ্ধার হয়েছে বলে দাবি করেছিল ইডি। সেই সব তথ্যের ভিত্তিতেই তদন্তকারীদের অনুমান, হাওয়ালার মাধ্যমে হয়তো বিদেশেও টাকা পাচারের চক্র চলত এই সব ফ্ল্যাট থেকে। তাঁদের ধারণা, বিশ্বস্ত ব্যক্তি মারফত যদি টাকা পাচার হয়ে থাকে, তবে ওই দু’জনের ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর দিলে আরও নতুন তথ্য উঠে আসতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.